ASANSOL

আসানসোলে তৃণমূল ব্লক সভাপতির ওপর হামলার অভিযোগ

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত :
আসানসোলের তৃণমূল ব্লকের সভাপতির উপর
হামলার অভিযোগ। নির্বাচনের ফলাফলের পরে রাজ্যের বিভিন্ন জায়গায় রাজনৈতিক হিংসার খবর পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় আসানসোল দক্ষিণ থানার অধীন আসানসোল স্টেশনের নিকট অজ্ঞাতপরিচয় ব্যক্তি দ্বারা হামলার অভিযোগ তুলেছেন তৃণমূল কংগ্রেসের আসানসোল নর্থ ব্লক ২ এর সভাপতি উৎপল সিনহা।

घटना के बाद गले पर निशान दिखाते हुए उत्पल सिन्हा

তিনি আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেছেন। সূত্র মারফত জানা যাচ্ছে বৃহস্পতিবার রাতে উৎপল সিনহা আসানসোল স্টেশন থেকে নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন। সেই সময় তখনই রেলওয়ের টানেলের ঠিক আগে কেউ তাকে আক্রমণ করে। তার কথামত কেউ তার গলায় দড়ি পেঁচিয়ে তাকে হত্যা করার চেষ্টা করে। তিনি কোনওভাবে সেখান থেকে নিজেকে বাঁচিয়ে কর্তব্যরত পুলিশকে জানান।
এরপরই দক্ষিণ থানার পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *