আসনসোলের বিশিষ্ট নাগরিক দীপক রুদ্রের মানবিক পদক্ষেপ
বেঙ্গল মিরর, আসানসোল : আসনসোলের বিশিষ্ট নাগরিক দীপক রুদ্র করোনা কালে মানুষের প্রাণবায়ু অক্সিজেনের যাতে কোনো অভাব না হয় তার জন্য তিনি আজ আসনসোল পৌরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়ের হাতে একটি চেক তুলে দেন । এই অর্থ অক্সিজেনের রিফিলিং করার কাজে ব্যয় করা হবে । দীপক রুদ্রের এই মানবিক পদক্ষেপের অমরনাথচট্টোপাধ্যায় ভূয়সী প্রশংসা করেন । এরই সাথে তিনি আরও বহু মানুষকে এই রকম ভাবে এই কঠিন পরিস্থিতিতে এগিয়ে আসার আহ্বান জানান ।