কংগ্রেস নেতা বাপি দাসগুপ্ত প্রয়াত।
বেঙ্গল মিরর ,রাজা বন্দ্যোপাধ্যায় :- কংগ্রেস নেতা তথা প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য বাপি দাসগুপ্ত প্রয়াত। আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলের বহু পুরানো কংগ্রেস নেতা বাপি দাশগুপ্ত মারা যাওয়ায় শোকের ছায়া নেমে এসেছে শিল্পাঞ্চল জুড়ে। কংগ্রেস তৃণমূল সিপিএম পার্টির নেতৃত্ব তার প্রতি শ্রদ্ধা ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।




বর্তমানে কুলটিতে বোনের বাড়িতে থাকছিলেন। কয়েকদিন আগে দুর্গাপুরে এক বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থা অনেকদিন ধরে খারাপ ছিল ।আজ শনিবার সকালে তার মৃত্যু সংবাদ এসে পৌঁছয় আসানসোলে। নিখিল বঙ্গ সাহিত্য ও সম্মেলনের সদস্য ছিলেন বাপি দাস গুপ্ত আসানসোলে এই সংস্থার রাজ্য সম্মেলন করেছিলেন যেখানে উপস্থিত ছিলেন প্রণব মুখোপাধ্যায় কলেজ সেই সংস্থার সদস্য থেকে শুরু করে সকলেই তার প্রতি শ্রদ্ধা ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।