আসানসোলের জুয়েলারি দোকানে পুলিশের অভিযান
বেঙ্গল মিরর, আসানসোল ঃ সাতসকালে অর্ধেক গলার হার ছিনতাইয়ের ঘটনার 72 ঘন্টার মধ্যে ছিনতাযের কিনারা করলো কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ।প্রসঙ্গত গত 11 তারিখ সকাল বেলা প্রাতঃভ্রমণে বেরিয়ে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি অন্তর্গত বিষ্ণু বিহার কলোনি থেকে এক মহিলার কাছে থেকে গলার হার ছিনতাই করার চেষ্টা করলে বাঁধা পেয়ে অর্ধেক গলার হার নিয়ে চম্পট দিয়েছিল ছিনতাইকারীরা।
ঘটনার অভিযোগ করা হয়েছিল নিয়ামতপুর ফাঁড়িতে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ব্যক্তিগত সিসিটিভি খতিয়ে দেখে তদন্ত শুরু করে। সূত্র মারফৎ খবর পেয়ে জিজ্ঞাসাবাদের জন্য একজন কে আটক করে। জিজ্ঞাসাবাদ করে জানতে পারে আসানসোল পাক্কা বাজার এলাকার এক সুনীল নামক এক সোনার দোকানে সেই গলা হারটে বিক্রি করা হয়েছে সেই খবর পেয়ে কুলটি থানার এবং নিয়ামতপুর ফারি আসানসোল সাউথ থানা কে সঙ্গে নিয়ে যৌথভাবে ওই জুয়েলারি দোকানে অভিযান চালায় পাশাপাশি তার বাড়িতে অভিযান চালানো হয়
কিন্তু সুনীল কে ফোনে যোগাযোগ করে তাকে দেখা করতে বললে দেখা করা নিয়ে নানা টালবাহানা করতে থাকে এরপর পুলিশকে ওখান থেকে ফাঁকা আছে ফেরত যেতে হয়। এই ঘটনার পর পুলিশ জোরকদমে সুনীল বর্মন এর খোঁজে তল্লাশি চালাচ্ছে বিভিন্ন জায়গায় পাশাপাশি তার মোবাইল লোকেশন ট্র্যাক করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।
read also पाबंदियों को लेकर जारी हुआ निर्देश जानें कल से क्या खुला है