ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJANBengali News

চিত্তরঞ্জনে রেলের কস্তুরবা গান্ধী হাসপাতালে অক্সিজেন প্লান্ট বসানোর সিদ্ধান্ত

বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য, আসানসোল। দেশজুড়েই যখন অক্সিজেনের চরম সংকট চলছে তখন চিত্তরঞ্জনে রেলের CLW কস্তুরবা গান্ধী হাসপাতালে অক্সিজেন প্লান্ট OXYGEN PLANT বসানোর সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ। বর্তমানে এই শহরে যেহেতু রেলকর্মী এবং তাদের পরিবারের করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে এবং হাসপাতালের প্রচুর সংখ্যক রোগীকে ভর্তি করতে হচ্ছে যাদের অক্সিজেন প্রয়োজন ।

Oxygen plant file photo

আর সেই অক্সিজেন এর একটা বড় অংশই যোগাচ্ছে পার্শ্ববর্তী রুপ নারায়ণপুরের বেঙ্গল অক্সিজেন কর্তৃপক্ষ। রেল কর্তারা মনে করেন আগামী দিনে এই হাসপাতলে অক্সিজেনের সংকট একেবারেই মেটাতে নিজেদের অক্সিজেন প্লান্ট জরুরী। এজন্য প্রতি মিনিটে ৫৭০ লিটার অক্সিজেন সরবরাহের ব্যবস্থা তারা করছেন। আর এই কাজ শেষ করতে পঁচাত্তর দিন মোট লাগবে বলে জানান এই কারখানার জনসংযোগ আধিকারিক চিত্রসেন মন্ডলা।

অন্যদিকে এই কারখানার ভারতীয় রেল মজদুর সংঘের সংগঠন সম্পাদক রাজেশ সিনহা বলেন আমরা জেনেছি এজন্য কোটি টাকা রেল থেকে অনুমতি মিলেছে। যাতে শুধু অক্সিজেনই নয় আরো বেশি সংখ্যায় আয়ু সি ইউ বেড বাড়ান যায় বা অক্সিজেন সোজা হাসপাতালে পৌঁছানোর জন্য লাইন তৈরি করার কাজটিও আছে। ইতিমধ্যেই একটি অংশের টেন্ডার হয়েছে বলেও জেনেছি। এখানে একটি নিজস্ব প্লান্ট তৈরি হয়ে গেলে এই হাসপাতালে আসা সমস্ত রোগীরা উপক্রিত হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *