প্রতিবন্ধী মানুষ এর হাতে হুইল চেয়ার তুলে দিলেন অভিজিৎ ঘটক
বেঙ্গল মিরর, জামুড়িয়া : দেবাশীষ ঘটক ফাউন্ডেশন এর উদ্যোগে জামুড়িয়ার এক প্রতিবন্ধী মানুষ এর হাতে হুইল চেয়ার তুলে দিলেন আসানসোল পুরনিগমের মেম্বার বোর্ড অফ এডমিনিস্ট্রেটর অভিজিৎ ঘটক । অভিজিৎ ঘটক বলেন আমরা মমতা বনদোপাধ্য়ায়ের সৈনিক হিসাবে সব সময় মানূষের পাশে থাকার চেষ্টা করি। আমার দাদা দেবাশীষ ঘটক বলতেন মানুষের সেবাই আমার ব্রত, ওনার দেখানো পথে আমরা চলছি। দেবাশীষ ঘটক ফাউন্ডেশন সারা বছর বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকে।