TMC এর প্রশ্ন শুভেন্দু , মুকুল ছাড় কেন নারদ কাণ্ডে ?
বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত : ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চ্যাটার্জি নারদা মামলায় গ্রেপ্তার করা হয়। চার নেতা ও মন্ত্রীকে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয় এবং গ্রেপ্তারের মেমো তে স্বাক্ষর করানো হয়। মুকুল রায়, শুভেন্দু অধিকারীকে নারদা মামলায় একই রকম অভিযোগ সত্ত্বেও কেন গ্রেপ্তার করা হয়নি? তৃণমূল কংগ্রেসের নেতারা জিজ্ঞাসা করেন বিজেপিতে যোগদানের জন্যই কি এই ছাড়?
সূত্র অনুযায়ী, রাজ্যপালের কাছ থেকে প্রাপ্ত অনুমতির ভিত্তিতে সিবিআই আজ ৪ জন নেতা ও মন্ত্রীর বিরুদ্ধে নারদা কাণ্ডে চার্জশিট দাখিল করবে। এছাড়াও এই চারজনকেও আদালতে তোলা হবে। সিবিআই এরসঙ্গে অন্য এক আইপিএস অফিসার এসএমএইচ মির্জার বিরুদ্ধে নারদ কাণ্ডে চার্জশিট দাখিল করবে।