হিরাপুর ওসি হলেন প্রসেনজিৎ, অজয় বাগ দুর্গাপুর ওসি
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- আসানসোল-দুর্গাপুর কমিশনারএর আবার চার এসআই পুলিশ কর্তা কে বদলি করা হল যার মধ্যে
রূপনারায়ানপুর ফাঁড়ির ইনচার্জ এস আই প্রসেনজিৎ রায় কে বদলি করে হিরাপুর থানার ওসি করা হল আবার ।এডিসি লাইন থেকে এসআই রাহুল দেব মন্ডল কে রূপনারায়ানপুরএ আইসি বদলি করা হয় ।ঝিঝিরি মহল্লার আইসি এসআই অজয় বাগ কে বদলি করা হল দুর্গাপুর থানার ওসি পদে । এসআই রাজশেখর মুখার্জি কে দুর্গাপুর থেকে লাইন ক্লোজ এডিসির মধ্যে করা হল ।
হিরাপুর থানার নতুন ও সি প্রসেনজিত রায়ের কাছে আসা করা যায় যে এবার অবৈধ বালি ও কয়লা একবারে বন্দ হবে।