ASANSOL

আমার প্রথম এবং প্রধান কাজ অবিলম্বে কি করে জল প্রকল্প করা যায় : তাপস বন্দ্যোপাধ্যায়

বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য, আসানসোল : আসানসোল-দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি ( ADDA) তথা আড্ডার তৃতীয়বারের জন্য চেয়ারম্যান পদে মনোনীত হলেন রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পাচ্ছেন। তৃণমূলের তিনবারের প্রাক্তন বিধায়ক এবং এবারের নির্বাচনে পরাজিত উজ্জ্বল চট্টোপাধ্যায়। তাপস বাবু তৃতীয়বারের জন্য এই পদে ফিরে আসায় শিল্পাঞ্চল এর সমস্ত বণিকসভার প্রতিনিধিরা এবং প্রচুর সংখ্যক ক্লাব, সংগঠন থেকে সাধারণ মানুষ শুক্রবার সকাল থেকে তাকে অভিনন্দন জানান। এরাজ্যে ২০১১ তে তৃণমূল ক্ষমতায় আসার পর ওই পদে তাপস বন্দ্যোপাধ্যায় কে বসানো হয়। এর আগেই এই পদে ১৭ বছর ধরে ছিলেন সিপিএমের প্রাক্তন বিধায়ক এবং মন্ত্রী বংশগোপাল চৌধুরী।

তাপস বন্দ্যোপাধ্যায় বলেন রাজ্যের নগর উন্নয়ন দপ্তরের প্রধান সচিব খলিল আহমেদ সাহেব সরকারি নির্দেশ পাঠিয়ে এ খবর জানিয়েছেন ।এই বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন আমি আমাদের দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আমার উপর বিশ্বাস করে ভরসা রেখে রানীগঞ্জের সিপিএমের আসনে নির্বাচনী লড়াই করতে পাঠিয়েছিলেন। তার বিশ্বাস ছিল ওই আসনে আমি জিতে আসব ।

সর্বোপরি সমস্ত মানুষের সহযোগিতায় আমি ওই আসনটি সিপিএমের হাত থেকে ছিনিয়ে নিয়েছি। তিনি বলেন গত পাঁচ বছর আড্ডার মাধ্যমে শিল্পাঞ্চলে গ্রাম ও শহরে যে ব্যাপক উন্নয়ন হয়েছে স্বচ্ছতার সঙ্গে তা দেখেই আবারো আমাকে সেই দায়িত্ব তুলে দেওয়া হল। এবারের প্রথম কি কাজ হবে এর উত্তর দিতে গিয়ে তিনি বলেন আমি ভোটের সময় কাজোরা, অন্ডাল এবং ধুপচুরিয়া এলাকা তে গিয়ে দেখেছি মানুষ চরম জল সংকটের মধ্যে রয়েছে। প্রথমদিকে তো তারা ভোট বয়কট এর ডাক দিয়েছিল কেউ কেউ।

আমি তাদের আশ্বাস দিয়েছিলাম ভোটে জেতার পর আপনাদের বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেব ।সেই প্রতিশ্রুতি মতই এই সব এলাকায় অবিলম্বে কি করে জল প্রকল্প করা যায় সেটা হবে আমার প্রথম এবং প্রধান কাজ। আজি অফিসারদের সাথে বিষয়টা নিয়ে মৌখিকভাবে কথাও বলেছি। রানীগঞ্জে টাউনহলের একটা দাবি সেখানকার মানুষের দীর্ঘদিন ধরে আছে। আমি সেই টাউন হল আড্ডার মাধ্যমে করতে চাই। এছাড়াও সমগ্র শিল্পাঞ্চলে নতুন নতুন রাস্তা সংস্কার ,রাস্তার আলো লাগানো, কালভার্ট করা সহ অন্যান্য যেসব কাজ আমরা করছিলাম সেগুলো একই সঙ্গে করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *