অক্সিজেনের চাহিদা পূরণ করতে পাঁচটি অত্যাধুনিক অক্সিজেন কনসেনট্রেটর এসে পৌঁছালাে পিঠাকিয়ারি হাসপাতালে
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- সালানপুর ব্লক এর পিঠাকিয়ারি হাসপাতালের অতিরিক্ত অক্সিজেনের চাহিদা পূরণ করতে বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার ।আর এদিন শনিবার সকালেই পিঠাকিয়ারি হাসপাতালে পাঁচটি অত্যাধুনিক অক্সিজেন কনসেনট্রেটর এসে পৌঁছালাে ।হাসপাতাল সূত্রে খবর এই কনসেনট্রেটর গুলি স্বয়ংক্রিয়ভাবে বাতাস এবং জল থেকে অক্সিজেন উৎপাদন করে সরাসরি রােগীর শরীরে অক্সিজেন দিতে পারবে যার ফলে ফলে হাসপাতালে একসঙ্গে বহু রোগী চলে এলে তার ঘাটতি পূরণ করতে অনেকটাই সহায়তা করবে ।তাছাড়া বাইরে থেকে অক্সিজেন সিলিন্ডার আনার অনেকটাই ঝামেলা রয়েছে সেই থেকেও
একটু হলেও স্বস্থি মিলবে বকে জানান হাসপাতাল কতৃপক্ষ ।
এদিন পিঠাকেয়ারী স্বাস্থ্য কেন্দ্রে অধিকারী সুব্রত সিট জানান রাজ্য সরকারের উদ্যোগে প্রতিটি ব্লক এর হাসপাতালে এধরনের পাঁচটি করে কনসেনট্রেটর পাঠানো হয়েছে । অক্সিজেন সিলিন্ডার এর অভাবে অক্সিজেন পাওয়া খুবই মুশকিল হয়ে পড়েছে আর এই কনসেনট্রেটর সরাসরি মানব দেহে অক্সিজেন প্রেরণ করতে সুবিধাশীল । তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন এই ধরনের মেশিনে একটি অসুবিধা রয়েছে সেটি হল বিদ্যুৎ না থাকলে এই মেশিন যেমন চলবে না তেমনই খুব বেশি পরিমাণ অক্সিজেনও এখান থেকে পাওয়া যাবে না। তবে হাসপাতাল এর তরফ থেকে বলা হয়েছে পাঁচটি স্বয়ংক্রিয় অত্যাধুনিক অক্সিজেন কনসেনট্রেটর পাওয়ার ফলে পিঠাকিয়ারি হাসপাতাল করােনা কালীন এই পরিস্থিতিতে শ্বাসকষ্টে ভােগা আরও বেশি মানুষজনকে অতি অক্সিজেন দিয়ে সুস্থ করা যাবে । এই কনসেনট্রেটরগুলি আজ থেকেই হাসপাতালে কার্যকরী হয়ে যাচ্ছে । এর ফলে বাইরে থেকে অক্সিজেন সিলিন্ডার কিনে আনার ঝক্কি অনেকটাই হবে । তাছাড়া হাসপাতালেই অক্সিজেন উৎপাদনকারী যন্ত্র থাকায় যেকোনাে সময় রােগিকে অক্সিজেন দেওয়ার সুবিধাও পাওয়া যাবে । দ্রুত কম ।