মানুষ মানুষের জন্যে উদেশ্য নিয়েই মানুষের পাশে টিম অভিষেক ব্যানার্জি
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-কূলটি ব্লকের অন্তর্গত সালানপুর নিমতলা তৃণমূলের দলীয় কার্যালয়ে জেলার যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চ্যাটার্জি উদ্যোগে মানুষ মানুষের জন্যে এই উদ্দেশ্য নিয়ে টিম অভিষেক ব্যানার্জি এর পক্ষ থেকে কোরোনা মহামারীর এই ভয়াবহ মহুর্তে এলাকার মানুষের পাশে এসে দাড়িয়েছেন।সোমবার বিশ্বজিৎ চ্যাটার্জি কুলটি বিধানসভার বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে সেনিটাইজেশন করছেন । তাছাড়া বাড়ি বাড়ি গিয়ে গ্রামের বয়স্ক বৃদ্ধ ওবৃদ্ধা দের অক্সিমিটার দিয়ে চেক করা হচ্ছে সাথে গ্রামের সকলের হাতে তুলেদিলেন মাস্ক ও সেনেটাইজার ।
তিনি সকলের উদ্দেশে সচেতন করতে বার্তা দেন যে করোনার এই ভয়াবহ পরিস্থিতিতে সাবধানে থাকুন কেও অযথা আতঙ্কিত হবেন না,বিগত দিনের মতোই বিশ্বজিৎ চ্যাটার্জি আপনাদের পাশে আছে । তিনি বলেন যারা বর্তমান পরিস্থিতিতে নিজের প্রতিদিনের ওষুধ কিনতে অক্ষম তাঁদের কে ওষুধ কেনার জন্য আর্থিক সাহায্য করা হচ্ছে । যেকোনো অসুবিধা গ্রস্থ মানুষের পাশে আমরা ও আমাদের টিম অভিষেক ব্যানার্জি পৌঁছে যাবে।