গোপালপুরে Fingers Crossed Foundation সংস্থার উদ্য়োগে Oxygen on Wheels এর উদ্বোধন
বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত , আসানসোল: আজ আসানসোলের গোপালপুরে Fingers Crossed Foundation সংস্থার আসানসোল শাখার ব্যবস্থাপনায় বর্তমানে করোনা মহামারি সময় সর্বক্ষণের জন্য বিনামূল্যে Life-Support Oxygen on Wheels এর 𝟓 𝐎𝐱𝐲𝐠𝐞𝐧 𝐂𝐨𝐧𝐜𝐞𝐧𝐭𝐫𝐚𝐭𝐨𝐫𝐬 শুভ উদ্বোধন করলেন রানীগঞ্জ বিধানসভার বিধায়ক সহ চেয়ারম্যান (এ ডি ডি এ) তাপস বন্দ্যোপাধ্যায়, উপস্থিত ছিলেন অমর নাথ চ্যাটার্জী চেয়ারম্যান মেম্বার বোর্ড অফ এডমিনিস্ট্রেটর আসানসোল পৌর নিগম, অভিজিৎ ঘটক মেম্বার বোর্ড অফ এডমিনিস্ট্রেটর আসানসোল পৌর নিগম, বিশিষ্ট সমাজসেবী পবির সেনগুপ্ত, আকাশ মুখার্জী সহ সংস্থার কর্মকর্তা গণ।




স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের সমর্থনে, পশ্চিমবঙ্গের অক্সিজেন অন হুইলস আসানসোল এবং আশেপাশের এলাকায় করোনা সংক্রামিত ব্যক্তিদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে। অক্সিজেন পরিষেবা বিনামূল্যে দেওয়া হবে। ওই অনুষ্ঠান রবি সেনগুপ্ত, অনুরাগচন্দ্র, অর্নব ব্যানার্জি, দেবদীপ চৌধুরী, কৌশিক মজুমদার, সঞ্জীব পাল প্রমুখ উপস্থিত ছিলেন।