BARABANI-SALANPUR-CHITTARANJANKULTI-BARAKAR

ড্যামের উপর কোনো রকম কোনো ক্ষতি করতে পারবেনা ঘূর্ণিঝড় YAAS

বেঙ্গল মিরর, সৌমিত্র গাঙ্গুলী/কাজল মিত্র, কুলটি : ডিভিসির ড্যামের উপর কোনো রকম কোনো ক্ষতি করতে পারবেনা ঘূর্ণিঝড় ইয়াস। কারণ ড্যাম গুলোতে জল ধারণ ক্ষমতা অনেকটাই রয়েছে। কারণ এখন সেভাবে কোন ড্যামে জল নেই। তাই ডিভিসির চিফ ইঞ্জিনিয়ার সত্যব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, চিন্তার কোন কারণ নেই। যে পরিমান জল রয়েছে তা একপ্রকার নেই বললেই চলে। ফলে দুদিন বা তিন দিন ধরে যদি বৃষ্টি হয় যে পরিমান জল আসবে বলে তাদের কাছে তথ্য এসেছে তাতে ড্যাম গুলি জল ধারণ করার ক্ষমতা রয়েছে। ফলে এই ঘূর্ণিঝড়ের পরে আবার ডিভিসিকে গেট খুলে জল ছাড়তে হবে এরকম পরিস্থিতি হয়তো আসবে না। এ রকমই আশ্বাস দিয়েছেন সত্যব্রত বাবু। হঠাৎ করে ঘূর্ণিঝড় বাঁক নিয়ে ঝাড়খণ্ডের উপর দিয়ে যাবে বলে যে তথ্য পাওয়া গেছে তার ফলেই এরকম চিন্তা ভাবনা শুরু করেছে ডিভিসি কর্তারা।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *