COVID 19DURGAPUR

দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেম্বার – মেয়র ইন কাউন্সিলের করোনা আক্রান্ত হয়ে মৃত্যু

বেঙ্গল মিরর, আসানসোল সৌরদীপ্ত সেনগুপ্ত :
দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশন এমআইসির করোনা আক্রান্ত হয়ে মৃত্যু। দুর্গাপুর কর্পোরেশনের মেম্বার, মেয়র- ইন- কাউন্সিল পবিত্র চ্যাটার্জি করোনা ভাইরাসে আক্রান্ত হন এবং চিকিৎসার সময় তাঁর মৃত্যু হয়। তিনি দুর্গাপুরের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর মৃত্যুতে শিল্পাঞ্চলের তৃণমূলের কর্মীদের মধ্যে শোকের আবহ।

Pabitra chatterjee file photo

তাঁর মৃত্যুতে মন্ত্রী মলয় ঘটক, তৃণমূল জেলা সভাপতি অপূর্ব মুখার্জি, দুর্গাপুরের মেয়র দিলীপ আগস্তি, তৃণমূল রাজ্যে সম্পাদক ভি শিবদাসন দাসু, আসানসোল পৌরসভার বোর্ড ওফ অ্যাডমিনিস্ট্রেটর চেয়ারপারসন অমরনাথ চ্যাটার্জী, আসানসোল কর্পোরেশনের মেম্বার – বোর্ড ওফ অ্যাডমিনিস্ট্রেটর
অভিজিৎ ঘটক, বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি, সামাজিক কর্মী বুম্বা মুখোপাধ্যায় প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *