ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJANBengali News

টিকা দেওয়ার ঘটনা কে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার চিত্তরঞ্জন কেজি হাসপাতালে

বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য,আসানসোল।করোনার ভ্যাকসিন টিকা দেওয়ার এক ঘটনা কে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার  সৃষ্টি হলো চিত্তরঞ্জন কেজি হাসপাতালে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেওয়ায় অবস্থা আপাতত শান্ত হয়েছে।  চিত্তরঞ্জন শহরের সাধারণ নাগরিকদেরও টিকা দেওয়া শুরু হয়ে গেছে। যদিও কয়েকদিন ধরে শুধুমাত্র বিশেষ ক্ষেত্রের ব্যক্তি অর্থাৎ বাজারের ব্যবসায়ী এবং তাদের কর্মীদের টিকা দেওয়া হচ্ছিল বলে হাসপাতালে ব্যাপক ভিড় হচ্ছিল। ‌

কিন্তু ঘটনার জেরে গতকাল বহু মানুষ কেজি হাসপাতালে টিকা নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েন। তাদের হাতে হাসপাতালে থেকে টোকেনও দেওয়া হয়। কিন্তু টিকা দেওয়া হচ্ছিল শুধুমাত্র বাজারের ব্যবসায়ী ও তাদের কর্মীদের নির্দিষ্ট তালিকা অনুযায়ী। ফলে লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ জন দীর্ঘক্ষণ অপেক্ষা করে অধৈর্য হয়ে পড়েন। ব্যাপক গোলমাল শুরু হয়ে যায় বলে অভিযোগ করেন আইএনটিইউসির সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ সিনহা। বিষয়টি জানতে পেরে  হাসপাতাল কর্তৃপক্ষ গতকাল টিকা দেওয়া বন্ধ করে দিয়েছিলেন।

ঘূর্ণিঝড় YAAS তার শক্তি হারাচ্ছে, আজ রাতে উড়িষ্যায় হবে সমাপ্তি, গভীর নিম্নচাপে রূপান্তরিত হবার সতর্কতা

এদিকে বুধবার সকালে আইএনটিইউসি অনুমোদিত সিআরএমসি ইউনিয়নের নেতারা হাসপাতালে যান বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য। হাসপাতালের সিএমও  এবং ডাক্তাররা  ইউনিয়ন নেতৃত্বকে চেম্বারে ডেকে নিয়ে আলোচনায় বসেন। সেখানে ঠিক হয় বাজার কমিটিগুলি টিকা প্রাপক্যদের যে তালিকা তৈরি করেছিলেন তাতে অনেক গোঁজামিল ছিল বলে অভিযোগ উঠেছিল, তাই এখনও বাজারের ব্যবসায়ী ও তাদের কর্মীদের টিকা নেওয়া যাদের বাকি আছে তাদের তালিকা সংশ্লিষ্ট  রেল এলাকার ভাইস ওয়ার্ডেনদের মাধ্যমে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে পাঠাতে হবে। এছাড়া আগামী কাল থেকেই ১৮ থেকে ৪৪ বছর বয়সী রেল কর্মীদের টিকাকরণ শুরু হয়ে যাচ্ছে বলে জানানো হয়। 

দেড়মাসের মধ্যে দুই বোনের রহস্যজনক মৃত্যুতে বার্ণপুরে চাঞ্চল্য, দাদাকে আটক, তদন্তে পুলিশ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *