রাজ্যের মুখ্য সচিবকে ৩১-শে মে দিল্লী তে তলব করা হল
বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত: রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দোপাধ্যায়কে দিল্লিতে তলব করা হল। ভারত সরকারের আন্ডার সেক্রেটারি অংশুমান মিশ্র এর জারি করা নির্দেশে তাকে ৩১ মে নর্থ ব্লকের কার্মিক বিভাগে রিপোর্ট করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অংশুমান মিশ্র ওই নির্দেশিকায় বলেছেন যে ,মন্ত্রিসভার নিয়োগ কমিটিতে ভারত সরকারের সেবায় তাকে ( আলাপন বন্দ্যোপাধ্যায়) নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2020/07/alapan-500x387.jpg)
বস্তুত উল্লেখ্যযোগ্য, প্রধানমন্ত্রী শুক্রবার ক্ষতিগ্রস্থ অঞ্চলগুলি পরিদর্শন করতে বাংলায় আসেন, তবে মুখ্যমন্ত্রী বা রাজের কোনও শীর্ষ পর্যায়ের আধিকারিক তাঁর বৈঠকে অংশ নেননি। মুখ্যমন্ত্রীকেও এর জন্য সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হতে হয়। এখন মুখ্য সচিবকে যে নির্দেশ দেওয়া হয়েছে তা ওই একই ঘটনার সঙ্গে যুক্ত করে দেখা হচ্ছে। এই ঘটনার ফলে রাজ্য ও কেন্দ্রের মধ্যে সংঘাত বাড়ার সম্ভাবনা রয়েছে।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2021/05/IMG-20210528-WA0239-429x500.jpg)