ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করে ঝামেলা
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-চিত্তরঞ্জন কস্তুরবা গান্ধী হাসপাতালেও এই ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করে পুনরায় ঝামেলায় সৃষ্টি হয় চিত্তরঞ্জন ইউনিয়নের লোকেদের নিজেদের মধ্যে ।কিছুদিন আগে চিত্তরঞ্জন হাসপাতালে এই ভ্যাকসিন কে কেন্দ্র করে উত্তেজনা হয় ।সেই বিষয়ে এনেফাইয়ার এর নেতা ইন্দ্রজিৎ সিং অভিযোগ করেছিলেন যে কিছু ইওনিয়নের লোকেরা নিজেদের পরিচিত লোকদের ভ্যাকসিন দিচ্ছিল যেখানে সরকারি নিয়মে বলা হয়েছিলসকল দোকানদার চালকদের আগে ভ্যাকসিন দেওয়ার জন্যে কিন্তু সেটা না হয়ে বেনিয়মের এই ভ্যাকসিন দেওয়া হচ্ছিল ।
যার ফলে চিত্তরঞ্জন সিএমএস আলোচনা ডাকার পর জানান যে চিত্তরঞ্জন এর সকল ভাইস ওয়ার্ডেন দের বলা হয়েছে 60 টি করে নামের তালিকা তৈরি করতে ।সেই অনুসারে শুক্রবার বার টিকাকরন হতে থাকে কিন্তু পুনরাই আজকে সিপিএম ইউনিয়ান এর কিছু লোক চিত্তরঞ্জন সিএম এস কে ঘিরে গিয়ে ঝামেলা শুরু করে যে তাদের এই নিয়ম মানা হবে না ।পড়ে এনেফাইয়ার এর সংগঠনের কর্মীরা গিয়ে এবং আরপিএফ এসে পরিস্থিতি সামাল দেয় ।এবং সিএমএস এর নিয়ম অনুসারে ভ্যাকসিন এর পক্রিয়া চলে ।
অন্য দিকে পিঠাকেয়ারী হাসপাতালে রীতিমত দেখা গেল ঠাসা ঠাসি বহু মানুষের ভীড় ।ভ্যাকসিন নিতে আসা বহু মানুষের অভিযোগ গতকাল বৃহস্পতিবার প্রায় নব্বই জন মানুষ ভ্যাকসিন এর টিকা নিতে আসে কিন্তু ইন্টারনেটে সার্ভার এর অসুবিধার কারনে তাদের ভ্যাকসিন করা যায়নি ।
তাই পুনরায় তারা শুক্রবার নিতে আসে কিন্তু তাদের অভিযোগ যে তারা রাত্রি আড়াইটা থেকে বেলা 12 টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকলেও তাদের নাম ডাকা হয়নি অথচ নতুন নামের তালিকা তৈরি করে ভ্যাকসিন দেওয়া হচ্ছে তবে এবিষয়ে বিএমওএইচ সুব্রত সিট জানান আমাদের এখানে সরকারি নিয়ম মেনে প্রতিদিন ভ্যাকসিন দেওয়া হয় ।বিষয়টি নিয়ে অভিযোগ ওঠায় ভিডিও র নেতৃতে একটি বৈঠক ডাকা হয় । বৈঠকে সিদ্ধান্ত হয় যে আগামী সোমবার থেকে প্রতিটি পঞ্চায়েতে 50 টি করে ভ্যাকসিন দেওয়া হবে।