ASANSOLASANSOL-BURNPURBARABANI-SALANPUR-CHITTARANJANBengali NewsKULTI-BARAKARPANDESWAR-ANDALRANIGANJ-JAMURIA

বিশ্ব পরিবেশ দিবস : শিল্পাঞ্চলে বৃক্ষরোপণ, জীবন বাঁচানোর সংকল্প

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় শনিবার বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। ওইসময় গাছের চারা রোপণ ও জীবন বাঁচানোর প্রস্তাব গৃহীত হয়। আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন বিশ্ব পরিবেশ দিবস পালন করে। ওই উপলক্ষে কর্পোরেশনের অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ড মেম্বার অভিজিৎ ঘটক বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পরিবেশ দিবস উপলক্ষে গাছের চারা বিতরণ করা হয়। একইসঙ্গে তিনি বলেন যে প্রত্যেক ব্যক্তির যেখানেই জায়গা পাওয়া যাক না কেন সেখানেই একটি গাছ অবশ্যই লাগানো উচিত। বড় হওয়া পর্যন্ত গাছের যত্ন নেওয়া উচিত। তিনি বলেন যে আগামী প্রজন্মের জন্য বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি যাতে আগামী ভবিষ্যতে পরিবেশ শুদ্ধ হতে পারে।

ওই উপলক্ষে মিউনিসিপাল কর্পোরেশন অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ড মেম্বার পূর্ণশশী রায়, অঞ্জনা শর্মা, দিবেন্দু ভগত, শ্যাম সোরেণ, তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদক রবিউল ইসলাম, এসপি মুখোপাধ্যায়, ডি অফিসার প্রমুখ উপস্থিত ছিলেন।

মারোয়ারি যুব মঞ্চ আসানসোল সিটি শাখা কর্তৃক বৃক্ষরোপণ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাড়োয়ারি যুব মঞ্চ আসানসোল সিটি শাখা কর্তৃক 2 দিনের বৃক্ষরোপণ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়।শনিবার প্রথম দিন আসানসোল চেম্বার অফ কমার্সের যৌথ উদ্যোগে আসানসোলের উষাগ্রাম বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ ও পরিষ্কার করার জন্য শাখা কর্তৃক একটি ছোট্ট উদ্যোগ নেওয়া হয়েছিল।

এই
অনুষ্ঠান আগামী মাসগুলিতে শাখা দ্বারাও করা হবে। সদস্যরা আম, কাঁঠাল, নিম, জাম ইত্যাদি গাছের চারা রোপণ করেন। চেম্বারের সভাপতি নরেশ আগরওয়াল, সচিব শম্ভুনাথ ঝা, সাতপাল সিং কের উপস্থিত ছিলেন। যুবা মঞ্চের পক্ষে, পশ্চিমবঙ্গ সিকিম প্রান্তীয় মারোয়ারি যুব মঞ্চের সহসভাপতি সুদীপ আগরওয়াল, আসানসোল শাখার সভাপতি অভিষেক কেডিয়া, সেক্রেটারি সন্দীপ দারুকা, কোষাধ্যক্ষ অঙ্কিত আগরওয়াল, পরিবেশ সংযোজক হর্ষ খানডেলওয়াল, বিকাশ জালান, বিবেক শান্তরিয়া, সত্যজিৎ বাগরি, অভিষেক আগরওয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।

বিশ্ব পরিবেশ দিবসে সালানপুর থানায় বৃক্ষ রােপন

কাজল মিত্র :-৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সালানপুর থানায় এই দিনটি বৃক্ষরােপনের মধ্য দিয়ে উদযাপন করা হলাে । সালানপুর থানার উদ্যোগে এই অনুষ্ঠানে থানা প্রাঙ্গনে বেশ কয়েকটি চারা গাছ রােপন করেন সালানপুর থানার ইনচার্জ পবিত্র গাঙ্গুলি ও কল্যানেশ্বরি ফাঁড়ির ইনচার্জ অমরনাথ দাস ।লকডাউনের সামাজিক বিধি মেনে বেশি আড়ম্বর না করে সামান্য তম পরিবেশ দিবস উদযাপন করতে এই বৃক্ষরোপন অনুষ্ঠান করা হয় ।
এদিন সালানপুর থানার আধিকারিক পবিত্র গাঙ্গুলি জানান কয়েকদিন আগে বিধ্বংসী জস এর ধ্বংসলীলায় এ রাজ্যের হাজার হাজার গাছ নষ্ট হয়েছে ৷ পরিবেশের ভারসাম্য রক্ষার অন্যতম কারিগর হচ্ছে বৃক্ষ তাই সমস্ত রাজ্যবাসীর কাছে আবেদনযে আপনারা যে যেখানে পারেন বৃক্ষ রােপন করে পরিবেশ ভারসাম্য রক্ষার কাজে সাহায্য করুন ৷ সেইমতাে কর্মসূচি নেওয়া শুরু হয়েছে । আজ বিশ্ব পরিবেশ দিবসে বাংলার নানা জায়গায় বৃক্ষরােপণ গাছ বিতরনের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবসটি উদযাপন করা হচ্ছে এদিন এই কর্মসূচি তে অন্যান্য পুলিশ কর্মী ও আধিকারিকরাও উপস্থিত ছিলেন ।

বিশ্ববাসীকে প্রকৃতির গুরুত্ব বোঝাতে ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস রূপে পালন করাহল

কাজল মিত্র :-এই মুহূর্তে সমগ্র বিশ্ব এক ভয়াল মহামারী গ্রাসে আক্রান্ত।চারিদিকে অক্সিজেনের জন্য চলছে হাহাকার,কত প্রাণ চলে যাচ্ছে অকালে শুধু একটু অক্সিজেনের অভাবে।অথচ এমনটা হওয়ার কথা ছিলনা। এই অভিশাপ আমরা এনেছি প্রকৃতির অমোঘ দান কে অবহেলা করে দরকারে,বিনা কারণে যথেচ্ছ ভাবে গাছ কেটে।আজ তার ফলস্বরূপ প্রকৃতিমার এই দান কে আমাদের টাকা দিয়ে কিনতে হচ্ছে।


আর তাই বিভিন্ন জায়গায় পালিত বৃক্ষরোপন এর মধ্যে দিয়ে পরিবেশ দিবস ।আর এদিন সঙ্কল্প ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর তরফ থেকেও পরিবেশ এর ভারসাম্য বজায় রাখার
সংকল্প নিয়ে এই দিনটি পালন করে।
এদিন সংকল্প ফাউন্ডেশন এর পক্ষ থেকে সংস্থার সভাপতি শ্রী বাপ্পা চ্যাটার্জি,বলেন যে যত বেশি সম্ভব বৃক্ষ রোপনকরা এবং যথাযথ তার দেখাশোনার দায়িত্ব তারা সঙ্কল্প করে নিলেন । যাতে অক্সিজেনের অভাবে আর কেউ প্রাণ না হারায়,আমাদের পরিবেশ তার স্নিগ্ধ সবুজ রূপ ফিরে পায়।এবং সংকল্পবদ্ধ পরিবেশ রক্ষার্থে সকল

আসানসোলবাসীকে আহ্বান জানিয়ে প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগানোর বার্তা দেন ।এদিন তিনি বলেন আজকে তাদের পক্ষ থেকে
আজ আম, বেদানা, সুপুরি, নারকেল, ইউক্যালিপটাস, নিম, বট ইত্যাদি বৃক্ষ রোপণ এবং বৃক্ষ দান করা হল।
আজ এই কার্যক্রমে উপস্থিত ছিলেন:
কোষাধ্যক্ষ শ্রী চন্দন বাউরি, রাজীব গিরি, সুমন চক্রবর্তী, সুজয় মুখার্জি, তাপস পাল, পবন চৌধুরী,রাজু সিং, দেবজিত সরকার এবং পারমিতা ব্যানার্জী সহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *