ASANSOL

ইয়াসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আসানসোল গ্রামের গৌর রায় স্মৃতি সমিতি

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ৭ জুনঃ সম্প্রতি ঘূর্ণিঝড় ” ইয়াস ” র তান্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা। অনেক মানুষের ঘরবাড়ি ভেঙে গেছে। ভেসে গেছে তাদের খাদ্যসামগ্রী থেকে সবকিছু। অসহায় ক্ষতিগ্রস্ত সেইসব পরিবারের পাশে একদিকে রাজ্য সরকার তাদের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে রাজ্যের বিভিন্ন প্রান্তের ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠন দূর্গতদের পাশে থেকে তাদেরকে সহায়তা করতে সচেষ্ট হয়েছেন।

গত শনিবার আসানসোল গ্রামের গৌর রায় স্মৃতি সমিতির সদস্যরা সুন্দরবন এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারদের সাহায্যের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে রওনা হয়েছিলেন। সেদিন আসানসোল পুরনিগমের প্রশাসক বোর্ডের সদস্য অভিজিৎ ঘটক পতাকা দেখিয়ে ত্রাণ সামগ্রী নিয়ে যাত্রার শুভসূচনা করেন। ছিলেন শচীন রায়, অসিত রায়, পুস্কর রায়, মাধব রায়, মাধব রায়, সুকোমল রায়, রবি রায়, সঞ্জয় রায়, বাবলু রায়, প্রভাকর রায়, আদিত্য রায়, হৃদয় রায় ও নুনু হাজরা। সমিতির সদস্যরা ত্রাণ সামগ্রী নিয়ে সুন্দরবনের গোশালা গ্রামের ফুলঝুড়ি এলাকায় ২০০ পরিবারকে খাদ্য সামগ্রী, মাস্ক, স্যানিটাইজার সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দেন। পাশাপাশি বাচ্চাদের হাতে জলের বোতল তুলে দেওয়া হয় সমিতির পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *