LatestWest Bengal

রাজ্যে ১ লা জুলাই পর্যন্ত বিধিনিষেধ বাড়ানো হলো, জানুন কি-কি খোলা ও বন্ধ

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত:রাজ্যে লকডাউন ১ লা জুলাই পর্যন্ত বর্ধিত হলো। নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে করোনা সংক্রমণ হ্রাস পেয়েছে। তবে প্রতিদিন ৪ হাজার রোগী পাওয়া যাচ্ছে। এজন্য নিষেধাজ্ঞা বাড়ানো হচ্ছে। ১ লা জুন থেকে যে Lockdown কার্যকর করা হয়েছিল তা জুলাই পর্যন্ত চলবে।

জানুন কি কি খোলা ও বন্ধ থাকছে 👇👇

(Cyclone Yaas In West Bengal)

বন্ধ থাকছে লোকাল ট্রেন, মেট্রো, বাস পরিষেবা
আপাতত বন্ধই থাকছে লোকাল ট্রেন, মেট্রো ও বাস পরিষেবা। এখনও কোনও কিছুই চালু হচ্ছে না, নবান্ন থেকে জানালেন মুখ্যসচিব।

পার্কে ঢোকার অনুমতি মিলবে ভ্যাকসিন নেওয়া থাকলে , প্রাতঃভ্রমণের অনুমতি মিলবে ভ্যাকসিন নেওয়া থাকলে ।

এ ছাড়া স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে অটোর যাতায়াতে ছাড় দেওয়া হয়েছে।

শ্যুটিং ইউনিটে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে হবে।

২৫ শতাংশ কর্মচারী নিয়ে খুলতে পারে বেসরকারি অফিস।

সকাল ১০টা থেকে ২টো পর্যন্ত খোলা থাকবে ব্যাঙ্ক।

দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হতে পারে, তবে বন্ধ থাকছে জিম, স্পা, জরুরি পরিষেবা ছাড়া বাড়ির বাইরে না বেরোতে পরামর্শ।

শপিং মলে ৩০ শতাংশ লোককে ঢুকতে দেওয়া যাবে। অন্যত্র সেই সংখ্যাটি হবে ৩০ শতাংশ।

সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত খোলা থাকবে বাজার
সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত খোলা থাকবে বাজার, মুদি ইত্যাদি। এ ছাড়া সকাল ১১টা থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত অন্য দোকান ও শপিং মল, বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে, রেস্তরাঁ, বার, হোটেল ।

রাজ্য ১৬ জুন থেকে ১ জুলাই থাকছে কড়া বিধিনিষেধ
রাজ্যে বাড়িয়ে দেওয়া হল কড়া বিধিনিধেষের সময়সীমা। ২৫ শতাংশ কর্মী নিয়ে চলবে সরকারি-বেসরকারি অফিস। সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত অফিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *