স্টিল ফাউন্ড্রিকে বন্ধ করার ষড়যন্ত্র, কাজের সময় কমিয়ে দেওয়ার বিরুদ্ধে বিক্ষোভ
বেঙ্গল মিরর, কাজল মিত্র : সোমবার চিত্তরঞ্জন রেলওয়ে মেনস কংগ্রেসের পক্ষ থেকে চিত্তরঞ্জন স্টিল ফাউন্ড্রির পাশাপাশি প্রধান শপের কাজ 18 শতাংশ কমিয়ে দেওয়ার প্রতিবাদে চিত্তরঞ্জন স্টিল ফাউন্ড্রির সিএমইকে ঘেরাও করে বিক্ষোভ দেখান। এবং উক্ত নির্দেশটি বাতিল করার দাবী জানিয়েছে। ইউনিয়নের পক্ষ থেকে নেপাল চক্রবর্তী, ইন্দ্রজিৎ সিং বলেন যে প্রধান শপের আধুনিক মানের অত্যাধুনিক মেশিন রয়েছে, যার কারণে সেখানে কর্মীর কাজের সময় কমিয়ে দিলেও কোনও সমস্যার মুখোমুখি হবেন না।
কিন্তু স্টিল ফাউন্ড্রিটিতে সেই পুরোনো যুগের মেশিন রয়েছে এবং এখানে বেশিরভাগ কাজ শ্রমিকদের নিজেদের হাতে করতে হয় এখন মেশিনগুলি কম ব্যবহৃত হয়, তাই এখানে কাজের সময় কমিয়ে দেওয়াতে শ্রমিকদের জন্য সমস্যা তৈরি করবে। নেতারা বলেন স্টিল ফাউন্ড্রিটিকে ধীরে ধীরে এভাবে বন্ধ করার ষড়যন্ত্র করা হচ্ছে।এ কারণে এমন ধরনের কলাকৌশল আইন তৈরি করা হচ্ছে যার কারনে শ্রমিকরা তাদের কাজ যাতে শেষ করতে না পারে আর সেই অজুহাতে এই স্টিল ফাউন্ড্রি বন্ধ করা যেতে পারে। এখনও অবধি এই স্টিল ফাউনড্রির অনেক শপ বন্ধ হয়ে গেছে। এদিন এই বিক্ষোভ কর্মসূচির অনুষ্ঠানে পিন্টু পান্ডে, সত্যনারায়ণ মন্ডল সহ প্রমুখ উপস্থিত ছিলেন।