চিত্তরঞ্জনের অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক পরিবারগুলির হাতে খাদ্যদ্রব্য তুলে দিলেন 1983 ব্যাচের পড়ুয়ারা
বেঙ্গল মিরর,কাজল মিত্র :- লকডাউনের সময়সীমা দিনদিন বেড়ে চলেছে,আর এদিকে ধীরে ধীরে একে একে কাজ হারিয়ে সাধারণ কর্মজীবী মানুষ কাজ হারিয়ে কর্মহীন ও অসহায় হয়ে পড়ছে ।যারফলে এইসকল কর্মহীন অসহায় মানুষদের কঠিন সময়ে সঙ্গবদ্ধ হয়ে এগিয়ে এলেন চিত্তরঞ্জন ডিভি বয়েজ স্কুলের বাংলা মাধ্যম এর 1983 ব্যাচের পড়ুয়ারা । চিত্তরঞ্জনের অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক পরিবারগুলির হাতে তারা তুলে দিলেন আলু, পেঁয়াজ, ডাল, ডিম,সোয়াবিন, বিস্কুট সহ বিভিন্ন প্রকার মশলাপাতি এবং সাথে মাস্ক ও স্যানিটাইজার।
১৯৮৩ সালে ডিবিবয়েজ বাংলা মাধ্যম থেকে একসাথে সকলেই মাধ্যমিক পাশ করেছিলেন । আজ প্রত্যেকেই তারা প্রৌঢ় তবে তাদের সেই পুরোনো দিন থেকেই সংঘবদ্ধতা এখনাে রয়ে গেছে ।কষ্টে সৃষ্টে দিন চালানাে এইসব মানুষগুলির পাশে কিছুটা হলেও সহযােগিতার হাত বাড়িয়ে দিতে একত্রিত হয়ে এগিয়ে এলেন সেদিনের সেই পড়ুয়ারা । আজ সকলেই প্রায় প্রতিষ্ঠিত ।তবে তাদের এই কাজকে অনেকেই প্রশংসনিয় বলে মনে করেছেন ।তারা নিজেরাও এই কাজে স্বস্তি বােধ করছে ।তাদের তরফে বলাহয় নাকি তারা আগামী দিনেও এই ধরনের কাজে পিড়িত মানুষ এর পাশে সাহায্যের ডালিনিয়ে দাঁড়াবেন ।