দুর্গাপুরে সিপিএমএর বিক্ষোভ কর্মসূচি
বেঙ্গল মিরর, কাজল মিত্র :– একদিকে করোনার গ্রাস অপরদিকে লকডাউনে কর্মহীন ।তারউপর দৈনন্দিন জীবনের দ্রব্যমূল সহ পেট্রোপণ্যের মুলবৃদ্ধি আকাশ ছোঁয়া । কেন্দ্রীয় সরকারের নেই কোন ভ্রূক্ষেপ ।সাধারণ মানুষ কিভাবে জীবন যাপন করছে সেদিকেও নেই দৃষ্টি ।এইসব কথা ভেবেই আজ প্রবল বর্ষনের মধ্যেদিয়েও দুর্গাপুর সগড়ভাঙ্গা পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ প্রদর্শন করে সিপিএমের নেতা কর্মীরা।
তদের পক্ষ থেকে বলা হয় যে আমাদের সিপিএম পার্টির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সমস্ত বামদলগুলিকে নিয়ে 16 তারিখ থেকে এই আন্দোলন শুরু হল আর 30 তারিক পর্যন্ত আন্দোলন চলবে ।আমরা দেখেছি পশ্চিমবঙ্গে বিধানসভার ফলাফল হওয়ার পর এখন পর্যন্ত 21 বার পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে তাছাড়া কারখানার যন্ত্রাংশ এর পাশাপাশি জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, ওষুধ সহ অন্যান্য সামগ্রীতে কালোবাজারি শুরু হয়েছে ।করোনার রোগে ব্যাবহৃত সমস্ত চিকিৎসার সামগ্রীতে জি এস টি বসিয়ে সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টি করছে এই মোদি সরকার ।
একদিকে মোদীসরকার বলছে মানুষের স্বার্থে কাজ করছে মানুষের বিকাশের কথা বলছে কিন্তু দেখা যাচ্ছে যে মানুষএর উপর একটা সিগাপি সৃষ্টি করে মানুষকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে ।আছড়া ভ্যাকসিন নিয়ে যে কালোবাজারি শুরু হয়েছে তা অবিলম্বে বন্ধ করতে হবে সকলকে বিনামূল্যে দু দফায় সুষ্ঠু ভাবে ভ্যাকসিন দেওয়ার দাবি জানিয়ে আজ সারা দেশ সহ আমাদের দুর্গাপুরেও এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে।কোরোনা বিধি মেনে প্রায় ৩০ মিনিট ধরে এই প্রতীকী বিক্ষোভ চলে ।