ASANSOLBengali News

বাচ্চাদের বিনা পয়সায় টিউশনি করার ব্য়বস্থা করেছে তৃনমূল কর্মীরা

বেঙ্গল মিরর, আসানসোল ঃ লকডাউনে স্কূল বন্ধ থাকায় আসানসোল মিউনিসিপাল করপরেশন এর ৩৮ নম্বর ওয়ার্ড পারুলডাঙ্গা ও আশপাশের আদিবাসী এলাকায় বাচ্চাদের বিনা পয়সায় টিউশনি করার ব্য়বস্থা করেছে তৃনমূল কর্মীরা. তৃনমূল কংগ্রেসর ওয়ার্ড প্রেসিডেন্ট মনোজ হাজরা জানান আসানসোল মিউনিসিপাল করপরেশন এর ৩৮ নম্বর ওয়ার্ড পারুলডাঙ্গা ও আশপাশের আদিবাসী এলাকাই, লকডাউন চলাকালীন যখন বাচ্চারা পড়াশোনা ভুলতে বসেছে।

 গত এক বছর ধরে স্কুল খোলা নেই এবং কোনরকম অনলাইনে ক্লাস করার ব্যবস্থা নেই, সেই সময় আমাদের তৃণমূল কংগ্রেসের কিছু কর্মী বিনা পয়সায় দুবেলা টিউশনি করার ব্যবস্থা করেছে এবং গরিব ছেলে মেয়েদের বাড়ি বাড়ি গিয়ে ডেকে নিয়ে এসে পড়ানোর ব্যবস্থা করেছে । উদ্যোগী ছেলেমেয়েদের মধ্যে রয়েছে লক্ষীরাম হাজদা, সূচনা হাঁসদা অঞ্জলি মাঝি, ববিতা মাড্ডি,অভিজিৎ ওরাং,গোবিন্দ হাঁসদা । আমরা তাদেরকে ৩৮ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *