ASANSOLASANSOL-BURNPURBARABANI-SALANPUR-CHITTARANJANKULTI-BARAKAR

রেলপারে যুবক নিখোঁজ, চেয়ারপারসন পরিস্থিতি দেখতে পৌঁছলেন, সিভিল ডিফেন্স উদ্ধারকাজে নামল, ছবিতে দেখুন পরিস্থিতি

বেঙ্গল মিরর , আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : আসানসোলের রেলপার এলাকায় যুবক জলে ডুবে নিখোঁজ, কর্পোরেশনের অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডের চেয়ারপারসন খতিয়ে দেখতে পৌঁছলেন স্পটে, সিভিল ডিফেন্স অবতরণ করেছে, ছবিতে পরিস্থিতি দেখুন, শিল্পাঞ্চলের, গারুইতে, নুনিয়া নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার ফলে সহ, বিভিন্ন এলাকায় বন্যার পরিস্থিতি। রেলপারে ইঞ্জিনিয়ারিং কলেজের এক শিক্ষার্থী নদীর স্রোতে ভেসে গিয়েছে। যার নাম মোহাম্মদ ইফতেখার আলম বলে খবর পাওয়া গিয়েছে। কর্পোরেশনের প্রশাসক বোর্ডের চেয়ারপারসন অমরনাথ চট্টোপাধ্যায় আশ্রয়কেন্দ্র, বাড়িঘর, ত্রাণ কাজ, পর্যালোচনা, ক্ষতিগ্রস্থ পরিবার, পৌর কর্পোরেশনের বিভিন্ন অঞ্চল পরিদর্শন করেছেন। প্রভাবিত এলাকার মানুষদের কর্পোরেশনের শেল্টার হোমে রাখা হয়েছে।


একই সঙ্গে, ‘সিভিল ডিফেন্স’ টিম রেল উদ্ধারকার্যে নেমে পড়েছে। দিলদার নগরে টিএমসির নেতা জিতু সিং, সঞ্জয় সিং মানুষকে খাবার সরবরাহ করছেন। তৃণমূল নেতা রাজা গুপ্ত লোকদের সাহায্য করেন এবং তাদের নিরাপদ স্থানে নিয়ে যান। নিয়ামতপুরের প্রিয়া কলোনী সহ বিভিন্ন এলাকায় জলমগ্ন। বরাকরে একটি বাড়ির দেয়াল ধ্বসে যায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *