লছিপুরে যৌনকর্মীদের দেওয়া হল করোনা ভ্যাকসিন
বেঙ্গল মিরর,কাজল মিত্র :-আসানসোল পৌরনীগমের উদ্যোগে নিয়ামতপুর যৌনপল্লীর মহিলাদের সুরক্ষার কথা ভেবে অমরনাথ চ্যাটার্জি ও অভিজিৎ ঘটকের প্রচেষ্টায় সকল মহিলাদের করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হল আজ ।
এদিন অভিজিৎ ঘটক বলেন কেন্দ্রীয় সরকার করোনার টিকা ঠিকমত আমাদের রাজ্যে না দেওয়ার কারনে আমাদের সকলকে ঠিকমত ভ্যাকসিন দেওয়া যাচ্ছেনা তবে আমাদের মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় রাজ্যের উদ্যোগে সরকারি ও বেসরকারি ভাবে বহু মানুষকে ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে ।যাবে যেসকল মানুষ বেশি বাজারে কাজে লিপ্ত থাকে তাদের প্রথমে ভাজসিন দেওয়া হচ্ছে সেইমত এই এলাকার যৌনকর্মী দের আগে ভ্যাকসিন দেওয়া প্রয়োজন কারন তাদের সম্পর্কে বহু মানুষ আসে ।এদিন এই খানে মির হাসিম ,সহ অনেকেই উপস্থিত ছিলেন