জেলাকে যানজট মুক্ত করতে জেলাশাসক কার্যালয়ে বৈঠক
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- সড়ক জুড়ে ছোটবড় যানবাহন।বাইকের দৌরাত্ম্য উধাও ফুটপাত।পা ফেলার জায়গা হারিয়ে যানজটে কাহিল পথচারী।রাস্তা পারাপারের জন্য লম্বা লাইন।অবশেষে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন শহরের ওই পরিচিত ছবি পাল্টাতে উদ্যোগী হল জেলা শাসক বিভূ গোয়েল।এদিন তিনি জেলাশাসক অফিসে যানজট নিয়ন্ত্রণে কড়া ব্যবস্থা গ্রহণের জন্য বুধবার বিভিন্ন ট্রাফিক পুলিশ কর্তা,পরিবহণ সংগঠন, পুলিশ,নাগরিক কমিটি,ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেন।যানজটে আসানসোল শহর কাহিল হয়ে পড়ছে।দ্রুত যান চলাচল শৃঙ্খলার মধ্যে আনা জরুরি।
এই আলোচনা সভায় শহরের প্রধান সড়কে ব্যাটারি চালিত টোটো চলাচলে নিয়ন্ত্রণ, অটো এবং ম্যাজিক গাড়িতে অতিরিক্ত যাত্রীবহন বন্ধ করার মতো বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন জেলাশাসক বিভূ গোয়েল বলেন শহরে যানজট উদ্বেগ জনকভাবে বেড়ে চলেছে। রাস্তা চওড়া করেও লাভ হচ্ছে না। কারণ, রাস্তার ফুটপাত দখল করে দোকান বসছে। তাঁর উপরে টোটো গাড়ির সংখ্যা বেড়ে চলায় পরিস্থিতি জটিল হয়েছে। তাঁর আশা,“পুলিশ কড়া ব্যবস্থা নিলে সমস্যা অনেকটা কমবে।
read also কাটমানি নিয়ে চাকরি দেবার অভিযোগ নেতার বিরুদ্ধে, বিক্ষোভ
তিনি বলেন নির্দিষ্ট রুট ছেড়ে শহরের রাস্তায় ছোট গাড়ির ভিড় বেড়ে চলেছে। প্রতিটি যাত্রীবাহী গাড়িকে নির্দিষ্ট রুটে চলতে হবে। শুধু জেলা পুলিশ নয়। আসানসোল পুরসভা এবং পঞ্চায়েত সমিতি যানজট মুক্ত শহর গড়তে পৃথকভাবে বিভিন্ন মহলের সঙ্গে আলোচনায় বসতে তৎপর হয়েছে।তাছাড়া থানার পুলিশ কর্তাদের বলা হয়েছে পুরসভা পঞ্চায়েত সমিতি এবং মোটর ভেহিক্যালস কর্তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নিতে।