
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত :
শনিবার আসানসোল বড় বাজার, হটন রোড, ফুটপাথের কাছে, দোকানে আগুন লাগার খবরে ব্যবসায়ী ও দোকানদারদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। খবর ছড়িয়ে পড়া মাত্র হুড়োহুড়ি পড়ে যায়। ঘটনাস্থলের কাছাকাছি অবস্থিত একটি বড় দোকানে আগুন নেভানোর যন্ত্র ছিল, সেখান থেকে গ্যাস স্প্রে করে প্রাথমিক ভাবে আগুন নিভানো হয়। খবর পাওয়ার পরে দমকল বিভাগের কর্মীরা এসে আগুন নিভিয়ে দেয়। স্থানীয় ক্রেতারা জানিয়েছেন যে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে আগুনের ফুলকি পড়ে এবং দোকানে আগুন লেগে যায়। দুটি দোকান পুড়ে গেছে। তবে সামনের বড় দোকানের অগ্নিনির্বাপক যন্ত্রের মাধ্যমে আগুন প্রাথমিক ভাবে নিয়ন্ত্রণে আসে। আসানসোল বাজারের ফুটপাথের বর্তমান অবস্থা কী, তা কারও অজানা নয়।

