লাউদোহা ব্লকের পাঁচটি অঞ্চল কমিটির পদাধিকারীকদের নাম ঘোষণা করল তৃণমূল।
বেঙ্গল মিরর, কল্যাণ মন্ডল, পাণ্ডবেশ্বর :- সোমবার লাউদোহায় তৃণমূল কার্যালয়ে ব্লক সভাপতি ও বিধায়কের উপস্থিতিতে ঘোষণা করা হল ব্লকের ছটির মধ্যে পাঁচটি অঞ্চলের তৃণমূল অঞ্চল সভাপতিদের নাম । উল্লেখযোগ্যভাবে এদিন নাম ঘোষণা করা হলো না গৌরবাজার অঞ্চলের সভাপতির নাম । পরে ওই নামটি ঘোষণা করা হবে বলে জানান হয় দলের পক্ষ থেকে । সৌগত মন্ডল কে করা হয় লাউদোহা এলাকার অঞ্চল সভাপতি ।




গোগলায় গৌতম ঘোষ , ইছাপুর কাঞ্চন মুখোপাধ্যায়, জেমুয়া গ্রামীনে আমির হোসেন, জেমুয়া শহর এলাকায় স্বাধীন ঘোষ, প্রতাপপুর পূর্বে জগবন্ধু সাধু ও প্রতাপপুর পশ্চিমে অঞ্চল সভাপতির দায়িত্ব পান কাজল মুখার্জি । উল্লেখ্য তিন বছর আগে লাউদোহা ব্লকে তৃণমূলের ছটি অঞ্চলের সাংগঠনিক কমিটি গুলি দলের পক্ষ থেকে ভেঙে দেওয়া হয় ।
তখন থেকেই এই পদগুলি শূন্য রয়েছে । কেন এই কমিটিগুলি এতদিন পুনর্গঠন করা হয়নি সেই প্রশ্নের অবশ্য কোনো উত্তর পাওয়া যায়নি এদিন তৃণমূল দলের পক্ষ থেকে । যার ফলে দৈনন্দিন সাংগঠনিক কাজকর্মে সমস্যা তৈরি হয় । সদ্যসমাপ্ত বিধানসভা ভোটে তার প্রভাব পড়ে । লাউদোহা ব্লকে বিধানসভায় তৃণমূল লিড পেলেও তা আশানুরূপ হয়নি বলে কর্মীদের দাবি । এদিন কমিটি ঘোষণার পর দলের ব্লক সভাপতি সুজিত মুখোপাধ্যায় জানান নতুন কমিটিতে পুরনোদের পাশাপাশি নতুনদের সুযোগ দেওয়া হয়েছে ।

নতুন কমিটির তত্ত্বাবধানে আশাকরি দলের সংগঠন মজবুত হবে বলে জানান সুজিত বাবু । এলাকার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন এলাকার ছটি অঞ্চল এর মধ্যে জেমুয়া ও প্রতাপপুর অঞ্চল দুটি আয়তনে অনেক বড় । তাই সাংগঠনিক কাজের সুবিধার জন্য এই দুটি অঞ্চল কে দুটি ভাগে ভাগ করা হয়েছে । সাংগঠনিক কাজে সুবিধার জন্য এটা করা হয়েছে । পাশাপাশি তিনি বলেন কর্মীরা দলের সম্পদ তাই সংগঠন ও উন্নয়নের কাজে কর্মীদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে । দলের প্রবীনদের পরামর্শ নিয়ে নতুন কমিটি কাজ করবে বলে নরেন্দ্রনাথ বাবু জানান ।