PoliticsWest Bengal

TMYC সভাপতি সায়নী ঘোষের সাথে সাক্ষাৎ করলেন ভি শিবদাসন দাসু ও জেলার যুব নেতারা

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : তৃণমূল যুব কংগ্রেস ( TMYC) সভাপতি সায়নী ঘোষের সাথে ভি শিবদাসন দাসু ও জেলার যুব নেতারা সাক্ষাত করেছেন। তৃণমূল রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাসুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল যুব তৃণমূলের সভাপতি সায়নি ঘোষের সাথে কলকাতায় তৃণমূল ভবনে সাক্ষাৎ করেন। ওই প্রতিনিধি দলের পক্ষ থেকে সায়নি ঘোষকে সম্মানিত করা হয়। ওই সময় যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ববিতা দাস, জেলা সম্পাদক বিশ্বরূপ গাঙ্গুলি, তৃণমূল নেতা পূর্ণেন্দু চৌধুরী ( টিপু) প্রমুখ উপস্থিত ছিলেন।

সায়নীর সঙ্গে সাক্ষাতের সময়ে পশ্চিম বর্ধমান জেলার সাংগঠনিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। লক্ষণীয় বিষয় হলো যে আসানসোল দক্ষিণ থেকে বিধানসভা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করার সময় সায়নি ঘোষ নিয়মিত ভি শিবদাসন দাসুর কার্যালয়ে আসতেন। সেখানে বৈঠকের মাধ্যমে নির্বাচনের রণকৌশল তৈরি হয়েছিল। পরবর্তী সময়ে নির্বাচনে পরাজিত হওয়ার পরও তিনি আসানসোলে এসেছিলেন। তিনি এখন যুব তৃণমূলের প্রধান হওয়ার পর জেলা নেতারা তাকে সম্মানিত করতে কলকাতার দলীয় কার্যালয়ে উপস্থিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *