BARABANI-SALANPUR-CHITTARANJAN

সালানপুরের বিডিও আইন-শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন

বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য / কাজল মিত্র : ঝাড়খন্ড সীমান্তের দুটি থানা চিত্তরঞ্জন এবং সালানপুর ও দুটি পুলিশ ফাঁড়ি কল্যানেশ্বরী এবং রূপনারায়নপুর- এর আধিকারিকদের সঙ্গে বৃহস্পতিবার সালানপুরের বিডিও অদিতি বসু আইন-শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক করলেন। বৈঠকে পুলিশ প্রশাসনের সঙ্গে সাধারন প্রশাসনের নিয়মিত যোগাযোগ স্থাপনের উপরে বিশেষভাবে জোর দেওয়া হয়। সম্প্রতি কুলটি থানার অন্তর্গত বরাকর পুলিশ ফাঁড়িতে যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই বিষয়টিও আলোচনায় উঠে আসে। উঠে আসে এলাকায় ঘটে যাওয়া সাম্প্রতিক আইন শৃঙ্খলা জনিত কিছু ঘটনার প্রসঙ্গও। বিশেষ করে সীমান্ত এলাকায় নজরদারি কিভাবে বাড়ানো যায় তাও আলোচিত হয় সেই সঙ্গেই পুলিশ প্রশাসনের সাথে সাধারণ প্রশাসনিক যোগাযোগ প্রতিটি ঘটনায় যাতে সঙ্গে সঙ্গে তৈরি হয় তারও আবেদন করেন বিডিও।

photo by kajal mitra

বৈঠকে বিডিও ছাড়াও উপস্থিত ছিলেন চিত্তরঞ্জন থানার ইন্সপেক্টর ইনচার্জ অতীন্দ্রনাথ দত্ত, রূপনারায়ণপুর ওসি রাহুলদেব মন্ডল এবং কল্যানেশ্বরী ওসি উৎপল ঘোষাল সহ আধিকারিকরা। রাতের দিকে রূপনারায়নপুর ডাবর মোড় অঞ্চলে অন্য রাজ্যের অবাঞ্ছিত মানুষের আনাগোনা ঠেকানোর জন্য বিশেষ ব্যবস্থার কথা বলা হয়। এছাড়া চিত্তরঞ্জন শহর সংলগ্ন ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা থেকে যেসব মানুষ এ রাজ্যে যাতায়াত করছেন তাদের প্রতিও বিশেষ নজর রাখার উপরে জোর দেওয়া হয় বৈঠকে। বিডিওর উদ্যোগে আয়োজিত এই বৈঠকে সাংবাদিকরাও অংশ নিয়েছিলেন। প্রত্যেকেই এই অঞ্চলে আইন-শৃংখলার অবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন। প্রশাসনিক তরফে বলা হয়েছে মোটের উপর এই এলাকায় শান্তি-শৃঙ্খলার অবস্থা যথেষ্ট ভালো। তবে কোনভাবেই কেউ যেন গুজবে কান দিয়ে হঠাৎ করে শান্তি-শৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে সে বিষয়ে সকলকে সজাগ থাকার অনুরোধ জানানো হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *