BARABANI-SALANPUR-CHITTARANJAN

আসানসোল ইলেকট্রিক,লাইট,সাউন্ড এন্ড জেনেটার ওনার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলন, বারাবনি বিধায়ককে দেওয়া হলো সংবর্ধনা

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-আসানসোল ইলেকট্রিক,লাইট,,সাউন্ড এন্ড জেনেটার ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনুষ্ঠিত হয় এগারো তম বার্ষিক সম্মেলন।এদিনে সম্মেলনের মধ্য দিয়ে বিধায়ক বিধান উপাধ্যায়কে তৃতীয়বারের জন্য বিধায়ক হওয়ার জন্য ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা দেওয়া হয়।তাছাড়া এদিন এই সংস্থার পক্ষ থেকে বিধায়কের কাছে একটি আবেদন পত্র তুলে দেওয়া হয়।


যেই আবেদন পত্র মধ্যে লেখা রয়েছে এই দুই বছর ধরে চলে আসা করোনা মহামারীর কারণে যে দুর্দশার মধ্যে তাদের দিনগুলি কাটাতে হচ্ছে।এই সংস্থার পক্ষ থেকে সেক্রেটারি চণ্ডীচরণ মন্ডল জানান এত বড় মহামারীর ঝড়ের সময় আমরা কেউ সরকারের পক্ষ থেকে কোনরকম সাহায্য পাইনি।আমরা যেমন সাধারণ মানুষের সুখের এবং দুঃখের সব সময়ের সঙ্গী।কিন্তু তা সত্ত্বেও আমাদের দিকে সরকার কোন রকম নজর দেননি।এমনকি আমাদের ও কর্মীদের জন্য কোনো রকম ভ্যাকসিনেশনের ব্যবস্থা করেনি সরকার।কোন রকম আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি সরকার।সরকার যদি সাহায্য আমাদের না করে তাহলে আমরা বাঙালির বড় উৎসব দুর্গাপূজো,কালীপুজো কোনো অনুষ্ঠানেই লাইট মাইক আমরা লাগাতে পারবো না।যখন সেখানে আমাদের প্রবেশ করতে দেওয়া যাবে না তবে কাজ কি করবো।আমরা ভ্যাকসিন না নিলে কিভাবে এই সমস্ত কাজ করব না।প্রয়োজন পড়লে ১৫ই আগস্ট আমরা কোন রকম মাইক কোন অনুষ্ঠানে দেবো না।

কোথায় পাবো টাকা,ট্রেড লাইসেন্স গুলি সঠিক ভাবে রেনু করতে হবে এবং যে সমস্ত ভাইদের এখনো পর্যন্ত ট্রেড লাইসেন্স হয়নি তাদের সকলকে ট্রেড লাইসেন্স প্রদান করতে হবে।আর কাজ না করলে এইসব গুলি করবো কি ভাবে।তাছাড়া রাজ্য সরকারের কাছে আমাদের সবার আবেদন এই পরিস্থিতিতে টেক্সে ছাড় দেওয়া হোক।আমাদের একটি গাড়ি কোন অনুষ্ঠানের জন্য মালপত্র নিয়ে গেলে তাতে যদি দুটি ছেলে বসে যায়,তাতেও পুলিশ প্রশাসন হ্যারাসমেন্ট করে এই সমস্ত ব্যাপারগুলি আমাদের আবেদন রাজ্য সরকার অবিলম্বে দেখুক।গত ১৮ তারিখে আমরা এই সমস্ত দাবিদাবা পৌরনিগম বোর্ডের প্রশাসক অমরনাথ চ্যাটার্জিকে জানাবো তাতে যদি কোন কাজ হয়,তা না হলে আমরা আগামী দিনে আন্দোলনের পথে যেতে বাধ্য হব।গত দু’বছর ধরে আমাদের হাতে কোনো কাজ নেই

এই বিষয়ে সরকার যদি আমা দের দিকে না তাকায় তাহলে কি করে হবে। তিনি এও জানান বিধায়ক তাদের আশ্বাস দিয়েছেন এই বিষয়ে তিনি উচ্চতর কর্তৃ পক্ষের সঙ্গে কথা বলে নিশ্চয়ই কোন সুফল দেবার চেষ্টা করবেন। এই দিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের কর্মদক্ষ মোঃ আরমান,সালানপুর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি,সহ -সভা পতি বিদ্যুৎ মিশ্র,সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং এবং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি চণ্ডীচরণ মন্ডল,সালানপুর জোনের প্রেসিডেন্ট সৌমিত্র দাস, মনোজ সনকার সালানপুর সেক্রেটারি ও ভাইস সেক্রেটারি দেবাশিস মন্ডল সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *