ASANSOL

তৃণমূল কার্যালয়ের উদ্বোধন করলেন অভিজিৎ ঘটক

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত: আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের ২৯ নং ওয়ার্ডে অবস্থিত রেলপাড় ধাদকা তৃণমূল কংগ্রেস দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়। আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ড মেম্বার অভিজিৎ ঘটক ফিতে কেটে অফিসটির উদ্বোধন করেন। এ উপলক্ষে তৃণমূল নর্থ ব্লক ২ সভাপতি উৎপল সিনহা, তৃণমূল নেতা রাজা গুপ্ত, পিন্টু সহ কয়েক ডজন সমর্থক উপস্থিত ছিলেন।

এই উপলক্ষে অভিজিৎ ঘটক বলেন, বিজেপি সরকার দেশের সরকারী প্রতিষ্ঠানগুলকে বিক্রি করে দিচ্ছে। ইডি, সিবিআই ইত্যাদি সংস্থা, মিডিয়া সহ অন্যান্য সংস্থাগুলিকে অপব্যবহার করে গণতন্ত্রকে হত্যা করছেন। এটি নিন্দনীয় । তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের ভুল নীতির কারণে মুদ্রাস্ফীতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস রাজ্যের উন্নয়নে ভাল কাজ করছে। মমতা সরকার সর্বদা অভাবীদের সাথে আছেন। প্রত্যেকে রাজ্য সরকারের কয়েক ডজন প্রকল্পের কোনো না কোনো সুযোগ পাচ্ছেন। ওই অনুষ্ঠানে অভাবী পরিবারগুলিকে রেশনও সরবরাহ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *