অবসরের সময়সীমা ৬৫ বছর করা সহ একাধিক দাবিতে বিক্ষোভ পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়নের, পুর প্রশাসককে স্মারকলিপি
বেঙ্গল মিরর , রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ২২ জুলাইঃ চাকরির অবসরের সময়সীমা ৬৫ বছর করা সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার সকালে আসানসোল পুরনিগমে বিক্ষোভ দেখালেন আসানসোল পুরনিগমের স্বাস্থ্য কর্মীরা। পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্য কর্মী ইউনিয়নের আসানসোল পৌরসভা শাখার তরফে এদিন এই বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিলো।




বিক্ষোভকারী পুর স্বাস্থ্য কর্মীদের তরফে মঞ্জু চক্রবর্তী বলেন, আমরা এদিন একাধিক দাবিতে আসানসোল পুরনিগমে বিক্ষোভ দেখিয়েছি। তার মধ্যে রয়েছে আমাদের অবসরের বয়সের সময়সীমা ৬৫ বছর করতে হবে। ২০১৩ সাল থেকে এখনো যারা চাকরি থেকে অবসর নিয়েছেন, তাদেরকে ৩ লক্ষ টাকা করে অবসরকালীন সুবিধা দিতে হবে। যা রাজ্য সরকার দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলো।
তিনি আরো বলেন, করোনার সময় অনেক স্বাস্থ্য কর্মী কাজ করতে গিয়ে করোনা আক্রান্ত হয়েছেন। সরকার বলেছিলো কোন স্বাস্থ্য কর্মী করোনা আক্রান্ত হলে তাকে ১ লক্ষ টাকা করে দেওয়া হবে। তা সরকার এখনো পায়নি। সেই টাকা দ্রুত দেওয়ার ব্যবস্থা করতে হবে। তিনি আরো বলেন, রাজ্য সরকার আগে জানিয়েছিলো করোনার সময় যেসব স্বাস্থ্য কর্মী কাজ করছেন, তাদেরকে প্রতি মাসে ১ হাজার টাকা করে করোনা ভাতা দেওয়া হবে। ৬ মাস হয়ে গেলেও, তা আমরা পাইনি। আমরা এও শুনেছি, এই টাকা দেওয়ার অর্ডার হয়ে গেছে। আমরা চাই তা দ্রুত দেওয়া হোক। এদিন স্বাস্থ্য কর্মীদের মধ্যে ছিলেন রেনু দেবী, কাজল বন্দোপাধ্যায়, কল্পনা দে সহ অন্যান্যরা।
বিক্ষোভের পরে স্বাস্থ্য কর্মীদের এক প্রতিনিধি দল পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। তার হাতে ইউনিয়নের তরফে একটি স্মারক লিপি তুলে দেওয়া হয়। পুর প্রশাসক স্বাস্থ্য কর্মীদের আশ্বাস দিয়ে প্রশাসক বোর্ডের সদস্য় পুর্নশশী রায় কে বিষয়টি খতিয়ে দেখতে বলেন, আরও বলেন দাবিগুলো রাজ্য সরকারের কাছে পাঠানো হবে। সরকার যেমন নির্দেশ দেবে, তেমন পদক্ষেপ নেওয়া হবে।
ভ্যাকসিন দেওয়া ও পানীয়জলের সমস্যা নিয়ে সরব বিধায়ক অগ্নিমিত্রা পাল, মহকুমাশাসককে দিলেন দাবি পত্র