দোমহানি বাজারের পাশে ডাস্টবিন, আবর্জনার স্তুপের জন্য সমস্যায় সাধারণ মানুষ
বেঙ্গল মিরর, কাজল মিত্র/ মনোজ শর্মা, বারাবনি ঃ- বারাবনি ব্লকের দোমহানি গ্রাম পঞ্চায়েত অন্তর্গত দোমহানি বাজারের জনবসতি এলাকার রাস্তার পাশেই ডাস্টবিন।আর এই ডাস্টবিন পরিস্কার পরিচ্ছন্ন না হওয়ার কারণে সমস্যায় পড়েছে সাধারণ মানুষ।মানুষের সুবিধার্থে এই ডাস্টবিনটি নির্মাণ করা হয়ে ছিলো,কিন্তু পরিস্কার পরিচ্ছন্ন না হওয়ার ফলে প্রচুর দুর্গন্ধ সহ মশা মাছির উৎপত্তি হয়েছে।তাছাড়া রাস্তার পাশে থাকা মন্দিরে পুজো করতে যেতে বিশেষ করে মহিলা দের অসুবিধা হচ্ছে।পঞ্চায়েত সহ ব্লক প্রশাসনকে জানিয়ে কোনো লাভ হয়নি বলে জানান স্থানীয় এক মহিলা,নোংরার উপর দিয়ে গিয়ে মন্দিরে পূজো করতে যেতে হয়।
এই প্রসঙ্গে গ্রাম পঞ্চায়েত সদস্য গৌতম মণ্ডল জানান ডাস্টবিন বানানো হয়েছিলো মানুষের উপকারের জন্য,কিন্তু পরিস্কার করার লোক না থাকায় সপ্তাহে একবার পরিস্কার করা হয়।তাতে প্রচুর আবর্জনা জমে যায় এবং প্রচুর দুর্গন্ধ সৃষ্টি হয়।আমার বাড়ি সামনে তাই কষ্ট আমারও হয়।তাই আমি পঞ্চায়েতে প্রস্তাব রাখবো এই ডাস্টবিন ভেঙ্গে দিয়ে ফাঁকা কোনো জায়গায় নতুন করে নির্মাণ করার।