Independence Day Alert : আসানসোলে স্টেশন চত্বরে তল্লাশী অভিযান
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : আসানসোল রেল ডিভিশনের সিনিয়র সিকিউরিটি কমিশনার চন্দ্র মোহন মিশ্রের নির্দেশে স্বাধীনতা দিবস সতর্কতা স্বরূপ আরপিএফ (RPF) এবং জিআরপি (GRP) জয়েন্ট টিম, ডগ স্কোয়াড (Dog Squad), আসানসোল রেলস্টেশন সংলগ্ন ট্র্যাকের উপর বিশেষ চেকিং ড্রাইভ চালায়। একইসঙ্গে এই চেকিং ড্রাইভ আসানসোল স্টেশন চত্বরে, যাত্রীদের লাগেজে, প্ল্যাটফর্মে রাখা মোটরসাইকেলের পাশাপাশি রাজধানীর মতো গুরুত্বপূর্ণ ট্রেনগুলি চালানো হয়।
(Independence Day Alert) আসানসোল স্টেশনের বাইরের চত্বরে কাউকে সন্দেহজনক মনে হলে তল্লাশি করা হচ্ছে। আসানসোল রেল ডিভিশনকে ইতিমধ্যে সতর্ক করা হয়েছে যাতে দূরপাল্লার ট্রেনে সফররত কোনও অপরাধী কোনও বিস্ফোরক জাতীয় পণ্য পাচার করছে কিনা সেদিকে বিশেষ নজর দিতে।