ASANSOLBengali News

যুবশ্রী প্রকল্প থেকে কর্মসংস্থান সহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে জেলাশাসক দপ্তরে ডেপুটেশন

বেঙ্গল মিরর, আসানসোল: যুবশ্রী সংগঠনের পক্ষ থেকে কর্মসংস্থানের দাবিতে আসানসোল জেলাশাসক দপ্তরে ডেপুটেশন দেওয়া হল। ২৯শে জুলাই বৃহস্পতিবার, পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রার্থী সমিতির পশ্চিম বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে যুবশ্রী প্রকল্প থেকে কর্মসংস্থান সহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে জেলাশাসক দপ্তরে দাবি পত্র পেশ করেন।

সমিতির পক্ষ থেকে রাজ্য কমিটির সদস্য প্রণয় সাহা বলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৩ সালে এম্প্লয়মেন্ট ব্যাঙ্ক গঠন করে যুবশ্রী প্রকল্পের উদ্বোধন করেন এবং মাসিক ১৫০০ টাকা উৎসাহ ভাতা প্রদান সহ প্রকল্প থেকে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেন। কিন্তু দীর্ঘ ৭ বছর অতিক্রান্ত হয়ে গেলেও এই প্রকল্প থেকে প্রায় কারোরই কর্মসংস্থান হয়নি। এই দাবীতে রাজ্যজুড়ে যুবশ্রী আন্দোলন গড়ে উঠেছে। বেকার যুব সমাজ বর্তমান করোনা মহামারীতে অসহায় ভাবে দিন কাটাচ্ছে। এই পরিস্থিতিতে কর্মসংস্থানের আশায় মাননীয় জেলাশাসক এর কাছে জেলা সংগঠনের পক্ষ থেকে মীরা মন্ডল, অনিমেষ রায়, স্বপন মুন্সি সহ এক প্রতিনিধি দল আবেদনপত্র দাখিল করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *