যুবশক্তির পক্ষ থেকে বারাবনিতে বিতরণ করা হল ত্রাণ সামগ্রী
বেঙ্গল মিরর, কাজল মিত্র ও মনোজ শর্মা :- বারাবনি ব্লকের দোমাহানি পঞ্চায়েতের অন্তর্গত দোমাহানি হাট তলায় যুব শক্তির পক্ষ থেকে আজ ১০০ জন গরিব দরিদ্র মানুষের হাতে খাদ্য সামগ্রীক তুলে দেওয়া হয় এবং স্থানীয় কিছু গরীব বাচ্চাদের হাতে যুব শক্তি লেখা চারটি ফুটবল তুলে দেওয়া হয়। এবং যে সমস্ত গরীব দরিদ্র মানুষের টালির ছাদ বাড়ির ছাদ থেকে বর্ষার জল পরছে তাদের ২০ জনকে ত্রিপল দেওয়া হয়।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব শক্তির পক্ষ থেকে বরুণ তেওয়ারি,বিশিষ্ট সমাজসেবী যদুনাথ রায়।
এই প্রসঙ্গে সমাজসেবী যদুনাথ রায় বলেন বারাবনি বিধানসভায় যুব শক্তি সর্বত্র মানুষের সেবার জন্য এগিয়ে রয়েছে,বিধায়ক বিধান উপাধ্যায়ের নির্দেশে যুব শক্তির টিম বারাবনি বিধান সভা অঞ্চলে প্রচুর কাজ করছে।
তাছাড়া এদিন উপস্থিত ছিলেন দোমাহানি গ্রাম পঞ্চায়েতের সদস্য গোলাম মোর্তোজা,লোটন কর্মকার, ছোটন কর্মকার সহ যুবশক্তির সমস্ত সদস্যরা।