ASANSOL

উদ্বোধনের আগেই লিক অমৃত যোজনার জলের ট্যাঙ্কের পাইপলাইন, প্রশাসক দেরি না করে ঠিক করার নির্দেশ দেন

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের ৫৬ নম্বর ওয়ার্ডের বরাচক গ্রামে নির্মিত আমরুত প্রকল্পের অধীনে একটি নতুন জলের ট্যাঙ্কের পাইপলাইন হঠাৎ লিক হয়ে যায়। যে পাইপলাইন দিয়ে জল ক্রমাগত নির্গত হয়ে অপচয় হচ্ছে। যদি স্থানীয় মানুষের বক্তব্য অনুযায়ী, অমৃত প্রকল্পের আওতায় শিল্পাঞ্চলের মানুষের জলের তৃষ্ণা মেটাতে ২০১৯ সালে এই এলাকায় নির্মিত জলের ট্যাঙ্ক তৈরী করা হয়েছিল।

জলের ট্যাঙ্কটি পরীক্ষা করার জন্য, জলের ট্যাঙ্কে ৮ লক্ষ ৯০ হাজার লিটার জল ভরা হয়েছিল। জলের ট্যাঙ্কটি কোথাও থেকে ফুটো অথবা লিক হয়নি। কিন্তু শুধুমাত্র জলের ট্যাংক থেকে জল সাপ্লাই করার জন্য নির্দিষ্ট পাইপ ফুটো হয়ে যায়। যার কারণে জলের ট্যাঙ্কের পিলারে ক্রমাগত জলার ফোয়ারা বের হতে থাকে। যদি বের হওয়া জলের স্প্রে যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ না হয় তাহলে হয়তো জলের ট্যাঙ্কের পিলারটিও ক্ষতিগ্রস্ত হতে পারে এবং জলের ট্যাংক ভেঙে পড়তে পারে। ঠিক যেমন গত বছর বাঁকুড়ায় ঘটেছিল। বাঁকুড়ার একটি জলভর্তি ট্যাংক ভেঙে পড়েছিল।

যদিও এই ঘটনার খবর শোনামাত্রই আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডের চেয়ারপারসন অমরনাথ চ্যাটার্জি এবং কর্পোরেশনের অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ড মেম্বার অভিজিৎ ঘটক জলের ট্যাঙ্ক সম্পর্কিত বিভাগকে কোনরকম দেরী না করে অবিলম্বে উল্লিখিত পাইপলাইনটি মেরামত করার নির্দেশ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *