টোটো চালকদের কুলটি ট্রাফিক গার্ড পুলিশ অফিসে আধিকারিকের সঙ্গে বৈঠক
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-নিয়ামতপূর এলাকার টোটো চালকদের কুলটি ট্রাফিক গার্ড পুলিশ অফিসে আধিকারিকের সঙ্গে বৈঠক ।
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক সুভেন্দু চেটার্জি এবং কুলটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক অশীম মজুমদারের সঙ্গে নিয়ামতপুর এলাকার প্রায় ৭০-৮০জন টোটো চালকরা শনিবার দুপুরে কুলটি ট্রাফিক গার্ড অফিসে সক্ষাৎ করলেন এবং তাদের সমস্যার কথা তুলে ধরলেন । তাদের অভিযোগ কুলটি ট্রাফিক পুলিশের সিভিক ভোলেণ্টিয়ার তাদের টোটো রাস্তার পাসে দাঁড় করানো বা যাত্রী ওঠা নামা করতে দিচ্ছে না এবং নিয়ামতপুর বাজারেও তাদের প্রবেশ করতে না দেওয়া তাদের রুজিরুটিতে টান পড়েছে । এইসব অভিযোগ নিয়ে টোটো চালকরা কুলটি ট্রাফিক ও কুলটি থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে সক্ষাৎ করে । পুলিশ তাদের আশ্বাস দেয় তাদের সমস্যার সমাধান করা হবে ।



