পিকআপ ভ্যানের ধাক্কায় একজনের মৃত্যু, আহত দূই
বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য: রূপনারায়ণপুর থেকে সোমবার ভোরে আসানসোল থেকে ফল কিনে আনার জন্য ফল ব্যবসায়ীরা একটি পিকআপ ভ্যান নিয়ে যাবার পথে দুর্ঘটনার কবলে পড়েন। দু নম্বর জাতীয় সড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রেইলারকে পিকআপ ভ্যানটি ধাক্কা মারে। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। তার নাম অবিনাশবাবু।



এছাড়া দুজন আহত হন ।তারা দুই ফলবিক্রেতা মনোজ মোদি এবং রাজকুমার মোদি। অবিনাশ হিন্দুস্তান কেবলস এর কাছে ঝাড়খণ্ডের হলুদ কানালির বাসিন্দা। অবিনাশের দোকানটি রুপনারায়নপুর বাজারে আছে। অন্যদিকে মনোজ বাবু ফলের দোকান টি হিন্দুস্তান কেবলস গেটের কাছে আছে। ঘটনাটি ঘটেছে আজ ভোর সাড়ে তিনটা থেকে পৌনে চারটের মধ্যে। ঘটনায় রুপনারায়নপুর এলাকায় বিশেষ করে বাজারে শোকের ছায়া নেমে এসেছে।