ASANSOL

শিল্পাঞ্চলে বিভিন্ন জায়গায় পালিত হলো মনসা পুজো


বেঙ্গল মিরর, কাজল মিত্র :– শ্রাবনের সংক্রান্তি রাঢ় বাংলার ঘরে ঘরে শ্রদ্ধার সঙ্গে পূজিত হচ্ছেন দেবী মনসা। কুলটি বিধানসভার নিয়ামতপুর , বরাকর , চীনাকুড়ি ,ডিসেরগড় এবং সালানপুর ব্লকের কল্যনেশ্বরী, দেন্দুয়া,চলবলপুর সহ শিল্পাঞ্চলের শিল্পাঞ্চলের বিভিন্ন গ্রামে মনসা পুজো উপলক্ষে উৎসবের চেহারা। ব্রতীরা সারাদিন উপোস করে থাকেন। রাতে পুজোর পরে উপোস ভাঙেন ব্রতীরা। এই পুজোয় রয়েছে বলিদান রীতিও আছে। বলিদান হয় গ্রামাঞ্চলের প্রায় সব পুজো।


অনেকের মতে, সাপের কামড় থেকে রক্ষা পেতে মাটির সরায় দুধ-কলা দিয়ে দেবী মনসাকে পুজো করা হয়। সারাদিন উপোস করে পুজো শেষে সাবু-দুধ-কলা দিয়ে মনসার পুজো সম্পন্ন করে তবে উপবাস ভাঙেন মহিলারা। সমাজে এই পুজোর প্রচলিত হওয়ার জন্য রয়েছে প্রচলিত পুরান কাহিনি।

Leave a Reply