আসানসোল -দুর্গাপুর পুলিশ কমিশনার সহ ৯ জন আইপিএস আগামীকাল সিএম পুলিশ পদক পাবেন
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত :
পুলিশ কমিশনার সহ ৯ জন আইপিএস অফিসার আগামীকাল সিএম পদক পাবেন। রাজ্যে একজন উচ্চতর পুলিশ অফিসার হিসেবে অসাধারণ সেবা এবং কাজের জন্য ৯ জন আইপিএস অফিসারকে ২০২০ সালের জন্য সিএম পুলিশ মেডেল দিয়ে সম্মানিত করা হবে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অজয় কুমার ঠাকুরও তালিকায় অন্তর্ভুক্ত।



এটি লক্ষণীয় যে ২০২০ সালের জন্য নির্বাচিত ৯ জন পুলিশ আধিকারিকের মধ্যে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বর্তমান কমিশনার অজয় কুমার ঠাকুর, ইবির ডিজি গঙ্গেশ্বর সিং, এডিজি জগমোহন প্রমুখ রয়েছেন।
দেখুন তালিকা
