বারাবনি থানা অভিযান চালিয়ে অবৈধ বালি ও কয়লা আটক করল
বেঙ্গল মিরর , মনোজ শর্মা, বারাবনি : বারাবনি থানা অভিযান চালিয়ে অবৈধ বালি ও কয়লা অভিযান চালিয়ে পানুরিয়া এরিয়ার ও নাদাইএরিয়া থেকে প্রায় 50 টন কয়লা আটক করল জানা গেছে কয়লা গুলো ক জায়গার মধ্যে স্টক করে রাখা ছিল বারাবনি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়েসেই দুই জায়গা থেকে কয়লা গুলো আটক করল এই কয়লার মধ্যে 18 জনকে আটক করেছেকিছুটা দূরে অজয় নদীর সাইডে কয়েকশো সিএফটি বালি রাখা ছিল সেগুলো কো পুলিশ হানা দেয় এখান থেকে একজনকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে.


















