শিক্ষারত্ন পুরস্কার পাছেন পাণ্ডবেশ্বর ব্লকের এই প্রধান শিক্ষক
বেঙ্গল মিরর, পাণ্ডবেশ্বর : পশ্চিম বর্ধমান জেলা থেকে এবার রাজ্য সরকারের “শিক্ষারত্ন” পুরস্কার পাছেন পাণ্ডবেশ্বর ব্লকের নবগ্রাম অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণকুমার দাঁ । ‘কমিশনার অফ স্কুল এডুকেশন’ অনিন্দ্য নারায়ন বিশ্বাসের চিঠি পান অরুণ বাবু।
শিক্ষার মান উন্নয়ন থেকে শুরু করে সামাজিক কাজে যোগদানের মতো বিভিন্ন বিষয়ের নিরিখে এই পুরস্কার প্রতিবছর দেয় রাজ্য সরকারের শিক্ষা দপ্তর।
পাণ্ডবশ্বর চক্রের স্কুল পরিদর্শক ( সজল কুমার মন্ডল জানান নবগ্রাম অবৈতনিক প্রাথমিক স্কুলের শিক্ষক অরুণকুমার দাঁ এবার এই পুরস্কার পাওয়ার জন্য মনোনীত হওয়ায় তিনি গর্বিত। আগামী ৫ সেপ্টম্বর জাতীয় শিক্ষক দিবসে জেলাশাসকের ( পশ্চিম বর্ধমান ) দপ্তরে অরুণ বাবুকে পুরস্কৃত করা হবে বলে সূত্রের খবর।
স্কুলের প্রধান শিক্ষকের শিক্ষারত্ন প্রাপ্তির খবরে এলাকায় ছড়িয়েছে খুশির হাওয়া।
১৯৮৮ সালে অরুণ বাবু নবগ্রাম অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। ২০০০ সালে তিনি স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পান। বর্তমানে তিনি সেই দায়িত্বে রয়েছেন। নির্মল বিদ্যালয়, স্বচ্ছ বিদ্যালয় পুরস্কার, দুর্গাপুর মহকুমার সেরা স্কুলের শিরোপা পেয়েছে স্কুল তার সময়কালে।
শিক্ষকতার পাশাপাশি সাহিত্য ও সামাজিক বিভিন্ন কর্মসূচি অরুণ বাবুর সমান বিচরণ। তার লেখা একাধিক কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এছাড়াও “আলকুশি”- নামে তিনি একটি ষান্মাসিক পত্রিকা সম্পাদনা করতেন। সাহিত্যিকদের মত বিনিময়ের জন্য তৈরি হওয়া “কালীকিঙ্কর সাহিত্য আড্ডার”- তিনি প্রতিষ্ঠাতা সদস্য। তাই অরুণ বাবুর শিক্ষারত্ন পুরস্কার পাওয়ার খবরে স্কুলের পড়ুয়া, অভিভাবক, বাসিন্দাদের পাশাপাশি স্থানীয় সাহিত্য মহলেও এখন খুশির হাওয়া ।
তৃণমূল কংগ্রেস অনুমোদিত প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি অশোক রুদ্র, মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি রাজীব মুখার্জী, মুকেশ ঝা সহ অন্যান্যরা এই সম্মান পাওয়ার জন্য ওনাকে ধন্যবাদ জানিয়েছেন।