আসানসোল কর্পোরেশনে বরোর দায়িত্ব বণ্টন করা হল, দেখুন কোন বরোর দায়িত্ব কার কাছে
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত: আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন বোর্ড পুনর্গঠনের পর, বিভিন্ন সদস্যদের মধ্যে বরোর দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে।



ডা: অমিতাভ বসু, ভাইস চেয়ারম্যান – ( বরো নং 4, সুকান্ত ময়দান)
মানস দাস, ভাইস চেয়ারম্যান, ( বরো নং – 6, কালিপাহারী )
চন্দ্রশেখর কুন্ডু, সদস্য, (বরো নং: 10, কুলটি )
দিব্যেন্দু ভগত, সদস্য, (বরো নং: 1, জামুরিয়া
শ্যাম সোরেন, সদস্য, (বরো নং: 5, বিএনআর)
মীর হাসিম, সদস্য, (বরো নং: 8, কুলটি)
বাকি 2,3,7,9 নম্বর বোরো থাকবে চেয়ারপারসন অমরনাথ চ্যাটার্জির দায়িত্বে।