দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারিকে তোপ দাগলেন দাশু
বেঙ্গল মিরর, আসানসোল ঃ তৃনমূল কংগ্রেসের রাজ্য় সম্পাদক ও আসনসোল পৌর নিগমের আহ্বায়ক ভি. শিবদাসন দাশু সোশাল মিডিয়ায় বিজেপির রাজ্য় সভাপতি দিলীপ ঘোষ ও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে তোপ দাগলেল। দাশু লিখেছেন গতকাল শুভেন্দু আর দিলীপ ঘোষ একটা সাংবাদিক সম্মেলন করেছে যেখানে শুভেন্দু কিছু কথা তৃণমূলকংগ্রেসের বিরুদ্ধে বলেছে,এইজন্য কিছু কথা আমি আজকে বলতে বাধ্য হচ্ছি.ওই শুভেন্দু, তুমি তোমার বাবা তোমার ভাই এবং তোমার পরিবারের সবাইতো কাটমানি_মাস্টার .হলদিয়া কর্পোরেশনের চেয়ারম্যান থেকে শুরু করে মন্ত্রিসভায় থাকাকালীন তুমি কত কাটমানি খেয়েছ তার হিসাব কি রেখেছো? কাটমানি মাস্টার তো তুমি আর তোমার পরিবারের লোকজন.তোমার বলতে লজ্জা লাগছে না, তোমাকে জন্ম দিয়েছে তৃণমূল কংগ্রেস আর আজকে সদ্য সদ্য আট দিন অন্য দলে গিয়ে লম্বা লম্বা ডায়লগ মারছো.বিজেপি থেকে যখন মানুষ তৃণমূল কংগ্রেসে যোগদান করছে তখন তোমার খারাপ লাগছে আর এইসব উল্টোপাল্টা কথা তুমি বলে বেড়াচ্ছ.
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2021/07/IMG-20210706-WA0024-500x492.jpg)
মনে পড়ে যখন তৃণমূল কংগ্রেসের পিঠে ছুরি মেরে তুমি বিজেপিতে চলে গেছিলে নিজের এবং নিজের বাবার টাকা লুকাবার জন্য,আজকে বড় বড় কথা বলছো #লজ্জা লাগছে না, আগে নিজে দেখো কি কি করেছ.তুমি বলছো পশ্চিমবঙ্গের পুলিশ আজ বিজেপি কর্মীদের কে ভয় দেখাচ্ছে,আর ভুলে গেলে সেসব দিন যখন কেন্দ্রীয় সরকারের ইডি সিবিআই পশ্চিমবঙ্গের মানুষকে কত রকম ভয় দেখিয়েছে.তুমি নির্লজ্জের মতো কথা বলছো আজকাল.শুভেন্দু তুমি কাকে ভাইপো ভাইপো বলছো রাজনীতিতে তোমার বাবা আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়,এটা তুমি যত তাড়াতাড়ি বুঝতে পারবে তোমার জন্যই ভালো.2021 এ নির্বাচনে নিশ্চয়ই তোমরা দেখেছো এবং আগামীর জন্য অপেক্ষা করো.আমার আজকে খারাপ লাগছে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ বাবু কাঠপুতুলের মত শুভেন্দুর পাশে বসে আছে কিচ্ছু করার নেই তার,পুরনো বিজেপিরা কি এই সবকিছু মেনে নেবে.শুভেন্দু তুমি চোর তোমার বাড়ির সবাই চোর, আর চোরের মায়ের বড় গলা.বড় বড় কথা বলা বন্ধ করো ক্ষমতা থাকলে আগামী উপনির্বাচন এবং সমস্ত নির্বাচন যেগুলো বাকি আছে সেগুলো তে মুখোমুখি হওয়ার প্রস্তুতি নাও.