ASANSOLBengali NewsKULTI-BARAKAR

Breaking : বরাকরে ভর সন্ধ্যায় শুট আউট, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু যুবকের

বেঙ্গল মিরর,রাজা বন্দোপাধ্যায় ও দেব ভট্টাচার্য, আসানসোল, ১০ সেপ্টেম্বরঃ ভরসন্ধ্যায় শুট আউটের ঘটনা ঘটলো আসানসোলের কুলটি থানার বরাকর ফাঁড়ি এলাকায়। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় বরাকর পেট্রোল পাম্পের কাছে। কুলটি থানার বরাকর ফাঁড়ি রোডের বাসিন্দা মৃত যুবকের নাম শাবাবাজ আনসারি (২৩)।

যুবকের বাবা


জানা গেছে, এদিন সন্ধ্যা সাড়ে সাড়ে সাতটার পরে আসানসোল জেলা হাসপাতালের মেল সার্জিক্যাল ওয়ার্ডে ঐ যুবকের মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, এদিন সন্ধ্যার মুখে বেশ কয়েকজন যুবক রক্তাক্ত ও আশঙ্কা জনক অবস্থায় শাবাবাজ আনসারিকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসে। যুবকরা কিছু সেই সময় হাসপাতালের চিকিৎসককে জানাতে পারেনি। তবে জানা যায়, যুবকের মাথায় চোট ছিলো। খবর পেয়ে যুবকের বাবা সাব্বির আনসারি, যুবকের স্ত্রী ও পরিবারের সদস্যরা জেলা হাসপাতালে ছুটে আসেন।

যুবকের বাবা বলেন, ছেলে মোবাইল মেরামতের কাজ করতো। কিন্তু ইদানিং সেই কাজে তার মন ছিলো না। কাজ ছেড়ে সে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলো। আমি তাকে মানা করেছিলাম। সন্ধ্যায় খবর পাই, ছেলেকে বরাকর পেট্রোল পাম্পের কাছে কেউ গুলি করেছে। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমি হাসপাতালে এসে দেখি ছেলে মারা গেছে। বুঝতে পারছি না।
অন্যদিকে, খবর পেয়ে বরাকর ফাঁড়ির পুলিশ এলাকায় ও জেলা হাসপাতালে আসে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানায়, যুবক কোন বেআইনি কারবারের সঙ্গে জড়িয়ে পড়েছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *