উত্ত্যক্ত করায় অপমানে আত্মঘাতী নবম শ্রেণীর ছাত্রী, অভিযুক্ত আটক
বেঙ্গল মিরর, চরণ মূখার্জী, জামুড়িয়া: উত্ত্যক্ত করায় অপমানে আত্মঘাতী নবম শ্রেণীর ছাত্রী। কাল দুপুর ২.৩০ নাগাদ বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় ওই ছাত্রী। আত্মঘাতী ছাত্রী জামুড়িয়ার মন্ডলপুর গ্রামের বাসিন্দা।
জামুরিয়া থানা লিখিত অভিযোগ জানান ওই ছাত্রীর বাবা ।
মৃত ছাত্রীর বাবার অভিযোগ করেন তার মেয়ে স্কুলে যাওয়ার সময় রাস্তাঘাটে বিভিন্নভাবে তার মেয়েকে উত্ত্যক্ত করতো পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত ভুড়ি গ্রামের অনিমেষ । মাঝের মধ্যে ফোনেও কটু কথা বলত তার মেয়েকে। অনিমেষের ঘরে এই বিষয়ে জানিয়েও কোনো লাভ হয়নি। মেয়ের সঙ্গে যোগাযোগ বন্ধ হওয়ার পর ওই যুবক সোশ্যাল মাধ্যমে তার মেয়ের সঙ্গে মাথায় সিঁদুর দেওয়া ফটো পোস্ট করে দেয়। যার ফলে তার মেয়ে অপমানিত হয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় বলে অভিযোগ। অভিযুক্ত অনিমেষ কে আটক করেছে জামুরিয়া থানার পুলিশ