সূদখোর দ্বারা উত্ত্যক্ত করায় আত্মহত্য়া
বেঙ্গল মিরর, বারাবনি, মনোজ শর্মা : বারাবনি ব্লক দোমোহানি বাজার ফুটবল গ্রাউন্ডে নিবাসী ভুটান কৈরী বয়স 58 বছর সুদের টাকা না দেওয়ায় সুদখোররা বাড়িতে প্রত্যেকদিন এসে ঝামেলা করে যেত অবশেষে সূদখোর দ্বারা উত্ত্যক্ত করায় কাল রাত্রি নটা নাগাদ কেলেজোড়া শ্মশানে গিয়ে সুসাইড করে নেয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বারাবনি থানা তারপরে তার মৃতদেহকে গাছ থেকে নামিয়ে আজ সকালে আসানসোল জেলা হসপিটালে ময়নাতদন্তের জন্য় পাঠিয়ে দেয়া হয় । বহু টাকা মার্কেটে লেনদেন ছিল । না দেওয়ার জন্যেই এই পথ বেছে নিলেন তার ছেলে সৌরভ কৈরী পুলিশকে সব কথা জানিয়ে দিয়েছে এই ধরনের সুদের কারবার বহুদিন ধরে বারাবনির এলাকায় চলে আসছে যদি কেউ দিতে না পারছে তার বাড়ি যেয়ে ভাঙচুর করে দেয় এবং কিছু গুন্ডা বাহিনী নিয়ে বাড়িতে আক্রমণ করে।